সুজানগর (পাবনা) প্রতিনিধি

  ১৩ মে, ২০১৯

সুজানগর গণহত্যা দিবস

শ্রদ্ধায় শহীদের স্মরণ

পাবনার সুজানগর উপজেলায় ১২ মে সাতবাড়ীয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে স্থানীয় সাতবাড়ীয়া ডিগ্রী কলেজ মাঠে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ও শহীদদের কবরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, ইউএনও সুজিৎ দেবনাথ, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, সুলতান প্রাং, আব্দুল হাই, আবুল হোসেন, সামছুল আলম, আনছার আলী, আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন প্রমুখ। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১২ মে পাকিস্তান হানাদার বাহিনী সাতবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিরীহ নিরপরাধ মানুষের উপর বর্বরোচিত হামলা চালিয়ে গণহত্যা করে।

এ দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী উক্ত ইউনিয়নের কুড়িপাড়া, নিশ্চিন্তপুর, কাচুরী, তারাবাড়ীয়া, ফকিৎপুর, সাতবাড়ীয়া, নারুহাটি, সিন্দুরপুর, হরিরামপুর, ভাটপাড়া, বর্তমানে পদ্মা নদীতে বিলীন হওয়া কন্দর্পপুর এবং গুপিনপুরসহ ১৫-২০টি গ্রামে অপারেশন চালিয়ে প্রায় ৫০০-৬০০ নারী-পুরুষকে নৃশংসভাবে হত্যা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close