খোরশেদ আলম, কালিয়াকৈর (গাজীপুর)

  ৩০ এপ্রিল, ২০১৯

কালিয়াকৈরে অবৈধ গ্যাস লাইন সংযোগের হিড়িক

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস লাইন সংযোগের কাজ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন অবৈধ গ্যাস লাইন সংযোগ বন্ধ থাকলেও বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানে গ্যাস জালিয়াত চক্র আবারও অবৈধ গ্যাস সংযোগের কাজ করছে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের হিজল হাটি, বাড়ই পাড়া এলাকায় রাতের বেলা গ্যাস জালিয়াত চক্র অবৈধভাবে গ্যাস লাইন সংযোগের কাজ করছে। হিজল হাটি গ্রামের সাউর্দান নীটওয়ার ফ্যাক্টরীর বৈধ গ্যাস লাইন থেকে গত মঙ্গলবার রাতের অন্ধকারে হিজল হাটি গ্রামে প্রতিটি বাড়ি, কলোনীতে প্রায় চার শতাধিক এবং বাড়ই পাড়া এলাকায় প্রায় দেড় শতাধিক অবৈধ পুরোনো সংযোগে রাইজার বসিয়ে গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বাড়ই পাড়া এলাকায় গত বুধবার রাতেও অবৈধ গ্যাস সংযোগের কাজ করেছে গ্যাস জালিয়াত চক্র।ব ড়ই ছুটি গ্রামের প্রায় ৫ শতাধিক অবৈধ গ্যাস লাইন সংযোগের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন আগে হিজল হাটি, বাড়ই পাড়া, বড়ই ছুটি, খোলা পাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করা হয়। দীর্ঘদিন গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগে গ্যাাস জালিয়াত চক্র রাইজার প্রতি ১০ হাজার টাকা নিয়ে পুনরায় এ সংযোগ দিয়েছে বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে। এই গ্যাস জালিয়াত চক্র ইতি পূর্বেও উপজেলার বিভিন্ন স্থানে হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, এই এলাকায় গ্যাস জালিয়াত চক্রের মূল হোতা একজন। বার বার সে এই অবৈধ সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ভাবে অবৈধ গ্যাস সংযোগ চলতে থাকলে সরকার যেমন লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে অপরদিকে বাসাবাড়িসহ কলকারখানাগুলোতে দেখা দিচ্ছে চরম গ্যাস সংকট। এই অবৈধ গ্যাস সংযোগের সাথে তিতাস গ্যাস অফিসের অসাধু কর্মকর্তারা জড়িত রয়েছে বলে ধারনা স্থানীয়দের।

এ বিষয়ে কালিয়াকৈর চান্দরা তিতাস গ্যাস অফিসের ম্যানেজার সুরুজ আলম বলেন, হিজল হাটি, বাড়ইপাড়া এলাকার অবৈধ গ্যাস লাইন সংযোগের এলাকাটি কালিয়াকৈরের আওতাভূক্ত নয়। এ এলাকাটি সাভার অফিসের আওতাধীন থাকায় আমরা কোন ব্যবস্থা নিতে পারছি না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close