মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

গড়াই নদীতে বাঁধ দিয়ে অবাধে মাছ শিকার

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গড়াই নদীতে বাঁশের বাঁধ দিয়ে কারেন্ট জাল দিয়ে বেআইনীভাবে অবাধে মাছ শিকার করা হচ্ছে। অবৈধ মাছ শিকারিদের দাপটে প্রকৃত জেলেরা নদীতে মাছ শিকার থেকে প্রায় বঞ্চিত হতে চলেছে। সরেজমিনে দেখা যায়, কামারখালী বাজারের অদূরে গড়াই নদীতে বেআইনীভাবে বাঁশ দিয়ে বাঁধ ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছে স্থানীয় প্রভাবশালীরা। জানা যায়, প্রতিবছর তারা এভাবেই মাছ শিকার করে থাকেন। কিন্তু এভাবে মাছ শিকার করতে থাকলে প্রকৃতিগতভাবে মাছের বংশবৃদ্ধি হ্রাস পাবে এবং এক সময় বিলুপ্তি হতে থাকবে দেশী মাছের প্রজনন।

মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান জানান, নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার কোন আইনী বৈধতা নেই। যারা বেআইনীভাবে মাছ শিকার করছেন সরেজমিনে গিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রকৃত জেলেরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close