পটুয়াখালী প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

শিক্ষা কার্যক্রম ব্যাহত

পটুয়াখালীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্ব

পটুয়াখালী সদর উপজেলার খাশেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্য দ্বন্দ্ব চরম আকার ধারন করেছে। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সদর উপজেলার মরিচবুনিয়া ইউপি চেয়ারম্যান তার মনোনিত লোকজন নিয়ে অবৈধভাবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করলে এ দ্বন্দ্বে সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এদিকে কমিটি বাতিলের দাবিতে সংশ্লিষ্ট ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. মোতাহার হোসেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে জানা গেছে, মরিচবুনিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সঠিক প্রক্রিয়া না মেনে বিদ্যালয়ের, প্রতিষ্ঠাতা, দাতা সদস্য, অভিভাবক সদস্য, শিক্ষক মন্ডলিসহ সবাইকে গোপন করে উক্ত বিদ্যালয়ের একটি পরিচালনা পর্ষদ কমিটি গঠন করেন। যে কমিটিতে চেয়ারম্যান সভাপতি এবং তার নিজস্ব লোকজন নিয়ে বাকি পদ গুলো দখল করেন। এ ঘটনা প্রকাশ হলে প্রতিপক্ষ একটি গ্রুপের মধ্য ক্ষোভের সৃষ্টি হয়। এনিয়ে স্কুলের সাধারন শিক্ষার্থীর মধ্য নেতিবাচক প্রভাব পরে। শিক্ষকের পাশাপশি দুইটি ভাগে বিভক্ত হয় শিক্ষার্থীরাও। কমিটির রেশ ধরে গত মঙ্গলবার প্রধান শিক্ষককের কক্ষে সংষর্ষের ঘটনাও ঘটে। ওই সংর্ঘষের ঘটনায় চেয়ারম্যানের ছেলে সেচ্ছাসেবকলীগ নেতা মাসুম মৃধা উপস্থিতে বেশ কয়েকজনকে লাঞ্চিত করেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়। সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানের ছেলে মাসুম জানান, আমার পিতা চেয়ারম্যান, সে ক্ষেত্রে তিনিই সভাপতি হবে এটাই নিয়ম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close