নাটোর প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০১৯

নাটোরে স্কুলপর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা

নাটোরে দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে স্কুলপর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল প্রাথমিক ও মাধ্যমিকপর্যায়ে মানসম্মত শিক্ষার অবক্ষয়-ই দুর্নীতি বিস্তারের মূল কারণ। গতকাল মঙ্গলবার শহরের বঙ্গোজ্বল এলাকায় ন্যাশানাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের অধ্যক্ষ এবং দুপ্রক জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক।

প্রতিযোগিতায় নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়, নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রীন একাডেমী উচ্চবিদ্যালয় ও নাটোর চিনিকল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ফাইনাল পর্বে বিপক্ষ দল নাটোর চিনিকল উচ্চ বিদ্যালয় দল নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close