মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০১৯

প্রিয় শিক্ষকের মৃত্যুর প্রতিবাদে রাস্তায় অশ্রুসিক্ত মেডিকেল শিক্ষার্থীরা

মানিকগঞ্জে বেপরোয়া ট্রাকের চাপায় কলেজ শিক্ষক ডা. মঞ্জুর আলম খান নিহতের চারদিন পার হলেও ঘাতক চালক-হেলপারকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে প্রিয় শিক্ষকের মৃত্যুতে দোষীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কর্ণেল মালেক মেডিকেল কলেজজের শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধন করে। মানববন্ধনে বক্তৃতায় অশ্রুসিক্ত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বেপরোয়া ট্রাক চালকের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। অথচ চারদিন পার হয়ে গেলেও দোষী ট্রাক চালক এবং হেলপারকে প্রশাসন গ্রেফতার করতে পারেনি। প্রশাসনের এই গাফিলতিকে দুঃখজনক অবহিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শস্তির দাবি করেন দাবি জানান তারা। প্রসঙ্গত, গত ১০ জানুয়ারী ঢাকা-আরিচা সড়কের তরা ব্রিজের কাছে বালু বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ডা. মঞ্জুর আলম নিহত হন। তিনি দৌতপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির পাশাপাশি কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষকতা করতেন। ঘটনা দিন সকাল নয়টার দিকে দৌলতপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। দ্রুত হাসপাতালে নেয়ারপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close