কেশবপুর (যশোর) প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০১৮

কেশবপুরে ৬৮ ছাত্রী পেল বাইসাইকেল

যশোরের কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ৬৮ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করেছেন। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের হাতে এ বাইসাইকেল তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে সে জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দেশ থেকে বাল্যবিয়ে মুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে চলেছে। উপজেলার মাধ্যমিক পর্যায়ে চারটি বিদ্যালয়ের ৬৮ জন ছাত্রীর মাঝে চার লাখ টাকা মূল্যের বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে আরো প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, পাথরা মৎস্যজীবী সমবায় সমিতির নৃগোষ্ঠীর মাঝে চার লাখ টাকা মূল্যের ১০টি ভ্যান, ৮২ জন ছাত্রছাত্রীদের মাঝে তিন লাখ টাকার শিক্ষাবৃত্তি, এক লাখ টাকা মূল্যের স্কুল ব্যাগ ডিকশনারি, ৫০ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ, ৪৩টি ধর্মীয় প্রতিষ্ঠানে সাত লাখ ১০ হাজার টাকা, অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন ও কিশেরীদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উপকরণ এবং সমবায় অধিদফতরের আওতায় লোনের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মিজানুর ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close