দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

  ১৯ জুলাই, ২০১৮

ট্যাংকির পাইপ ফাটায় বসতবাড়িতে হামলা, গ্রেফতার ৪

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের পৌর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজুল ইসলামের বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। গত সোমবার দুপুরে পৌর শহরের ২ নাম্বার ওয়ার্ডের জয়পুরপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ চারজনকে আটক করে।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সোমবার দুপুরে জয়পুরপাড়ার আবু বক্করের ছেলে ইলেকট্রিকাল মিস্ত্রী সুমন (২২) সিরাজুল ইসলামের বাড়িতে ইলেকট্রিক কাজ করতে আসে। কাজ শেষে সুমন ট্যাঙ্কির পানিতে হাত-মুখ ধোয়ার সময় ট্যাঙ্কির একটি পাইপ ফেটে যায়। এ সময় সিরাজুল ইসলাম সুমনকে পাইপটি ঠিক করতে বলে এবং তার ওপর ক্ষিপ্ত হয়। পরে সুমনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির প্রবেশমুখের স্টিলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির ভেতরে থাকা ডিসকভার মোটরসাইকেল, ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাধা দিতে এসে সিরাজুল ইসলামের ছেলে সেলিম উদ্দিন খান (৩০) ও তার বড় আম্মা মাছুমা বেগম (৪৫) হামলায় আহত হন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা ঘরের শোকেসের ড্রয়ারে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে চলে যায়।

পরে সিরাজুল ইসলামের ছেলে সেলিম উদ্দিন খান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি জয়পুরপাড়ার মৃত সমসের আলীর ছেলে আবদুল হান্নান (৩০), বেলাল প্রামাণিকের ছেলে হানিফ (২৪), সেকেন্দার আলীর ছেলে হীরা (২৩) ও আবেদ আলীর ছেলে আলমকে (২৪) গ্রেফতার করে। এ বিষয়ে ওসি মো. আবদুর রাজ্জাক জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist