জামালপুর প্রতিনিধি

  ০১ জুন, ২০১৮

‘জামালপুরে কোনো মাদক কারবারি থাকতে পারবে না’

জামালপুর পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম (বার) বলেছেন, যত দিন জামালপুরে একজন মাদক কারবারি অথবা সেবনকারী থাকবে, তত দিন মাদকবিরোধী অভিযান চলবে। জামালপুরে কোনো মাদক কারবারি থাকতে পারবে না। হয় দেশের বাইরে, না হয় জেলখানায় থাকতে হবে।

জামালপুরের মাদকবিরোধী অভিযান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার জানান, মাদকবিরোধী অভিযানে গত ১৯ মে থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জামালপুরে ২ হাজার ১৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ২৬১টি। জব্দ করা হয়েছে ৪৩০ গ্রাম হেরোইন, ১৬ কেজি গাঁজা, ৪ হাজার ১৪ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, পাঁচটি টিটি ইনজেকশন ও একটি বিদেশি পিস্তল। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম (বার), সহকারী পুলিশ সুপার আবদুল করিম, সদর থানার ওসি নাছিমুল ইসলাম, ডিবির ওসি ছালেমুজ্জামানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist