প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ এপ্রিল, ২০১৮

সবার সুখ, শান্তি আর সমৃদ্ধি কামনায় নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখবর পরিবেশে দেশব্যাপী বঙ্গাব্দ ১৪২৫কে বরণ করে নেওয়া হয়েছে। বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে গত শনিবার দেশের বিভিন্ন স্থানে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, গ্রামীন খেলা অনুষ্ঠিত হয়। জেলা-উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

খুলনা : খুলনায় মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া ও মহানগর আ.লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন, খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, সদর থানা আ.লীগের সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম প্রমুখ।

নওগাঁ-রাণীনগর-আত্রাই : নওগাঁয় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি আব্দুল মালেক, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হাবিবুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) শাহিন মনোয়ারা হক, পৌর মেয়র নজমুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশীদ প্রমুখ।

এদিকে জেলার রাণীনগরে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, ইউএনও সোনিয়া বিনতে তাবিব, উপজেলা চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. ইসমাইল হোসেন, থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু প্রমুখ।

এছাড়া জেলার আত্রাইয়ে ইউএনও মোখলেছুর রহমানের তত্ত্বাবধানে পান্তা উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, প্রকৌশলী মোবারক হোসেন, ওসি মোবারক হোসেন, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, আ.লীগ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ম-সম্পাদক বরুন কুমার সরকার, প্রধান শিক্ষক সনৎ কুমার প্রামানিক, আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন, সম্পাদক সাজেদুল ইসলাম সেন্টু প্রমুখ।

নেত্রকোনা : নেত্রকোনায় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান, জেলা আ.লীগের সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, পৌর মেয়র ও জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, র‌্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার জোনাইদ প্রমুখ।

হবিগঞ্জ : হবিগঞ্জে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন হবিগঞ্জ-লাখাই আসনের এমপি অ্যাড. আবু জাহির, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, এএসপি আ স ম সামছুর রহমান ভূঁইয়া, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, এডিসি (সার্বিক) শফিউল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সম্পাদক মহ্বিুর রহমান মাহি প্রমুখ।

ভোলা : ভোলায় বর্ষবরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আজিজুল ইসলাম, নির্বাহী সদস্য ফেরদৌউস আহমেদ, চেম্বার অব কর্মাস’র পরিচালক শফিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপু তালুকদার, উপপ্রধান আনোয়ার হোসেন প্রমুখ।

নীলফামারী : নীলফামারীতে শোভাযাত্রা পরবর্তী সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ। পরে অনুষ্ঠানে আগতদের মাঝে বাঙ্গালী খাবার পরিবেশন করা হয়। সকাল সাড়ে নয়টায় গ্রামীণ মেলা ও শিশু আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ-রায়গঞ্জ-শাহজাদপুর : সিরাজগঞ্জে জেলা প্রশাসক কামরুন নাহারের সভাপতিত্বে শহীদ সামসুদ্দিন ষ্টেডিয়ামে এক আলোচনা সভায় বক্তব্য দেন সিরাজগঞ্জ-কামারখন্দ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সেলিনা বেগম স্বপ্ন এমপি, পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত সচিব কবিরবীন আনোয়ার অপু প্রমূখ। এদিকে, জেলার কামারখন্দ, কাজিপুর, শাহজাদপুর, বেলকুচি সহ বিভিন্ন উপজেলায় ভিন্ন ভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৫ পালিত হয়।

অপরদিকে রায়গঞ্জে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি গাজী ম. ম আমজাদ হোসেন মিলন, ইউএনও ইকবাল আখতার, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সহসভাপতি সাইদুল ইসলাম চান, সম্পাদক খন্দকার শরিফ উল আলম শরিফ, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, ধানগড়া বণিক সমিতির সভাপতি শের আলী প্রমুখ।

এদিকে জেলার শাহজাদপুরে বর্ষবরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, ইউএনও শেহেলী লায়লা, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান প্রমুখ। সভা শেষে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা রাজিব এবং চ্যানেল আই সেরা কন্ঠ খ্যাত তারকা কোনাল ও লিজা।

বগুড়াÑশাহজাহানপুরÑধুনট : বগুড়ায় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম, জেলা আ.লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সম্পাদক মজিবর রহমান মজনু, পৌর মেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান, অতি. জেলা প্রশাসক আমিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেন, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, চেম্বার অব কমার্সের সহসভাপতি মাফুজুল ইসলাম রাজ প্রমুখ।

এদিকে জেলার শাজাহানপুর উপজেলার ডেমাজানি বলিহার রাজার কাচারী বাড়িতে মাসব্যাপি বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলি) আসনের এমপি অ্যাড. আলতাফ আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলু, মহিলালীগের যুগ্ম-সম্পাদক হেফাজত আরা মীরা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মান্নান ফকির, ডেমাজানি জনকল্যাণ সমিতির সম্পাদক সাইফুল ইসলাম বিমান প্রমুখ।

অন্যদিকে জেলা ধুনটে ইউএনও রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, উপজেলা আ.লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম, কুদরত ই খোদা জুয়েল, সম্পাদক আব্দুল হাই খোকন, যুগ্ম-সম্পাদক মোহসিন আলম, ধুনট থানার ওসি মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সেচ্ছাসেবকলীগের সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।

ময়মনসিংহÑফুলবাড়ীয়-হালুয়াঘাট-মুক্তাগাছা : ময়মনসিংহে শোভাযাত্রার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় বিভাগীয় কমিশনার জি এম সালেহউদ্দিন, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, মেয়র ইকরামুল হক টিটু, জেলা আ.লীগের সভাপতি অ্যাড. জহিরুল হক খোকা, বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক অধ্যাপক আমীর আহমদ চৌধরী রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে জেলার হালুয়াঘাটে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইউএনও জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না, পৌর মেয়র খাইরুল আলম ভূঁইয়া প্রমুখ।

এদিকে জেলার মুক্তাগাছা উপজেলা প্রশাসন, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, শহীদ স্মৃতি সরকারি কলেজ, আরকে মডেল উচ্চ বিদ্যালয়, নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গাবতলী ডিগ্রী কলেজ, হাজী কাশেম আলী মহিলা কলেজ, মুক্তাগাছা মহাবিদ্যালয়, সত্রাশিয়া ইন্টারন্যাশনাল স্কুল, মুকুল ফৌজসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক বঙ্গাব্দ বরণ করেন। উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন ও জেলা পরিষদের সদস্য বেগম জোসনারা মুক্তির নেতৃত্বে শোভাযাত্রা বের হয়।

এদিকে জেলার ফুলবাড়ীয়ায় শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন সংসদ সদস্য অ্যাড. মোসলেম উদ্দিন, ইউএনও লীরা তরফদার, সহকারী কমিশনার (ভূমি) শিউলী হরি, মেয়র গোলম কিবরিয়া, ওসি শেখ কবিরুল ইসলাম প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে শোভাযাত্রায় অংশ নেন ঝিনাইদহ জেলা আ.লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের এমপি আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আ.লীগ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু প্রমুখ।

পাবনা : পাবনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সম্মলিত সাংস্কৃতিক জোট, স্কয়ার ট্রয়লেটিজ, ড্রামা সার্কেল, পাবনা শিল্পকলা একাডেমী, পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রা বের করে। সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

নাটোর : নাটোর শহরের কানাইখালী মাঠ থেকে এক শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতীক, গ্রামীন ঐতিহ্য মহিষের গাড়ি, ঘোড়াগাড়ি নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম, জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সাজেদুর রহমান খান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেরপুর : মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিনের নেতৃত্বে সাহারবাটি চারচারা বাজার থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সাহারবাটি গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ অংশ নেন। পরে সভায় বক্তব্য দেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, শিক্ষক আবুল কাশেম, কথাসাহিত্যিক রফিকুর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল হাসান, থানার ওসি হরেন্দ্রনাথ সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মোর্শেদ অতুল, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক প্রমুখ।

গাইবান্ধাÑসুন্দরগঞ্জ : গাইবান্ধায় বর্ষবরণ উৎসবে বক্তব্য দেন সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল হক, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আ.লীগের সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।

এদিকে জেলার সুন্দরগঞ্জ উপজেলায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফরুজা বারী, জেলা আ.লীগ সহসভাপতি ফরাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, জেলা আ.লীগ নেতা সূর্য বকশী, উপজেলা যুবলীগের সম্পাদক রেজাউল আলম রেজা, পৌর প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব প্রমুখ।

গোপালগঞ্জ : গোপালগঞ্জের সদর উপজেলার নারিকেলবাড়ী মতুয়া ধর্মের অন্যতম মহাপুরুষ শ্রী শ্রী মহানন্দ পাগলের মন্দির প্রাঙ্গণে পূজা অনুষ্ঠানে সনাতন হিন্দু ধর্মালম্বী শত শত নারী পুরুষ অংশ নেয়। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলায় ডুমুরিয়া, কোটালীপাড়া উপজেলার ছত্রকান্দা, কাশিয়ানী উপজেলার জিকাবাড়ী, মুকসুদপুর উপজেলার দিগনগর, কালিনগরসহ নানা স্থানে এই পূজাকে ঘিরে মেলা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে শোভাযাত্রা পরবর্তী সভায় বক্তব্য দেন বেসামরিক বিমান পরবিহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন, জেলা আ.লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সম্পাদক অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান এক এম সালাহ উদ্দিন টিপুসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

নাটোর : নাটোর জেলা শহরের কানাইখালী মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম, জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সাজেদুর রহমান খান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিহাট : লালমনিরহাটে শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, এডিসি (সার্বিক) রেজাউল আলম সরকার, সদর উপজেলা ইউএনও জয়শ্রী রানী রায় প্রমুখ।

ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফসহ বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী। এরআগে তিন দিনব্যাপী বৈশাখী মেলা ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

জাককানইবি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীরসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গবি : সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ঘোড়াপীর মাজার, গণস্বাস্থ্য পিএইচএ কেন্দ্রসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান, দলীয় সংগীত, নাটক ও কবিতা আবৃতির আয়োজন করা হয়।

বাকৃবি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শোভাযাত্রা শেষে বর্ষবরণ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর। পরে শিশু কিশোর কাউন্সিল, মহিলা সংঘ, শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, কৃষিবিদ ইনস্টিটিউশন বাকৃবি শাখা, মহিলা সংঘ, ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাব, ক্যাম্পাস নাট্য সম্প্রদায়, হাসিমুখ, পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।

বশেমুরবিপ্রবি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাস চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, পান্থা উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মাভাবিপ্রবি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ্, সায়েন্স অনুদের ডিন ড. পিনাকী দে, শিক্ষক সমিতির সম্পাদক ড. ইকবাল মাহমুদ, রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলামসহ শিক্ষার্থীরা অংশ নেন।

নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে উল্লেখযোগ্য ছিল মঙ্গল শোভাযাত্রা, চিত্র প্রদর্শনী, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

দোহার (ঢাকা) : ঢাকার দোহার উপজেলায় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউএনও আফরোজা আক্তার রিবা, সহকারি কমিশনার (ভূমি) সালমা খাতুন, পৌর নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, ওসি সিরাজুল ইসলাম শেখ, মৎস্য কর্মকর্তা এবিএম জাকারিয়া প্রমুখ। এদিকে উপজেলা যুবলীগ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমাছ উদ্দিন, আব্দুর রহমান আকন্দ প্রমুখ।

পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শোভাযাত্রা ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন, ইউএনও রাজিবুল আলম, সহকারি কমিশনার (ভূমি) একেএম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, থানার ওসি ফরিদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী প্রমুখ।

আমতলী (বরগুনা ) : বরগুনার আমতলীতে সভায় বক্তব্য দেন আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, ইউএনও সরোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কমলেশ চন্দ্র মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, আ.লীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক প্রমুখ।

হাজীগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জে শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, ইউএনও বৈশাখী বড়–য়া, সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারী, থানাও ওসি জাবেদুল ইসলাম, উপজেলা আ.লীগের সম্পাদক গাজী মাইনুদ্দিন, যুগ্ম-সম্পাদক সমির দত্ত প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, ইউএনও আক্তার উননেছা শিউলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে গুমানমর্দ্দন উপজেলায় বোয়ালিয়া বটতল এলাকায় সম্মিলিত উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়।

হিলি (দিনাজপুর) : বাংলা বর্ষবরণে বৈশাখী আনন্দকে ভাগাভাগি করে নিতে হিলি সীমান্তে আনুষ্ঠানিকভাবে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবি হিলি চেকপোস্ট কোম্পানী কমান্ডার আবু নাছের ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারত হিলি ক্যাম্প কমান্ডেন্ট ইন্সপেক্টর ওয়াজির চানের হাতে মিষ্টি তুলে দেন।

কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় নীলপূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। এতে ১০-১২ জনের নীল নাচের দলে রাধা, কৃষ্ণ, শিব, পার্বতী, নারদসহ সাধু পাগল সেজে সকাল থেকে মধ্য রাত অবধি নীল নাচ ও গান পরিবেশন করেন।

নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, ইউএনও আসমা শাহীন, সহকারী কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরী, এমপি পতœী মমতাজ খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) জিয়াছমিন আক্তার, যুব উন্নয়ন অফিসার মাহবুব আলম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম প্রমুখ।

উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইউএনও মুহাম্মদ শফিকুল ইসলাম, আ.লীগ সভাপতি মতি শিউলি, প্রেস ক্লাব সম্পাদক জাহাঙ্গীর আলম, আ.লীগ নেতা ও বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরে বর্ষবরণের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা আ.লীগের সম্পাদক এমএ হাকিম হাওলাদার, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, ইসাহাক আলী পান্না, আক্তারুজ্জামান ফুলু, জিয়াউল আহসান গাজী প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈর উপজেলায় ইউএনও সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস প্রমুখ।

বকশীগঞ্জ-ইসলামপুর (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, ইউএনও আবু হাসান সিদ্দিক, বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন, উপজেলা আ.লীগের সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপদেষ্টা নুরুল আমিন ফোরকান প্রমুখ।

এদিকে জেলার ইসলামপুরে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইউএনও মিজানুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) রেজাউল করিম, ওসি শাহীনুজ্জামান খান, পৌর মেয়র আঃ কাদের শেখ প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালিগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সম্পাদক আব্দুর রহমান আরমান, ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সোগাগ হোসেন, কালীগঞ্জ সার্কেলের এএসপি পংকজ দত্ত, থানার ওসি আবুবকর মিয়া, শামসুল আলম মিয়া, ঢাকা ডেভলাপার্স ফোরামের সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে রুবেল পালোয়ান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আক্তারুজ্জামান প্রমুখ।

মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুরে মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ইউএনও রমেন্দ্র নাথ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, নাজমা সরকার, ওসি শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল কান্তি গোস্বামী, প্রকল্প কর্মকর্তা রাজিব আল রানা, অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু প্রমুখ।

দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের উদোগে র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন, ইউএনও আল আমিন, মডেল থানার ওসি মিজানুর রহমান, এসিল্যান্ড অর বিন্দ বিশ্বাশ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জালাল উদ্দিন, পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, জেবুন নেছা প্রমুখ।

পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মৃগি শহীদ দিয়ানত কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, বিÑকয়া ক্যাম্প আইসি মোরশেধ আলম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আহম্মাদ আলী বিশ্বাস প্রমুখ।

রূপগঞ্জ-সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সমাজ সেবক লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া, সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, ওসি মনিরুজ্জামান মনির, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, রূপগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি মকবুল হোসেন, সম্পাদক খলিল সিকদার, জেলা পরিষদের সদস্য শিলা রানি পাল প্রমুখ।

এদিকে জেলোর সোনারগাঁয়ে গ্রামবাংলার কারুশিল্পী প্রদর্শনীতে অংশ নেন রাজশাহীর শখের হাঁড়ি শিল্পী সুশান্ত পাল, সঞ্জয়পাল, দারুশিল্পে আব্দুল আওয়াল মোল্লা, বীরেন্দ্র সূত্রধর, শোলাশিল্পে শ্রী শংকর মালাকার, রামপ্রসাদ মালাকার, বাঁশ বেত কারুশিল্পে শ্রী পরেশ চন্দ্র দাস, হাতপাখা কারুশিল্পে মনোয়ারা বেগম, শতরঞ্জি শিল্পে রমজান আলী, শীতলপাটি শিল্পে সবিতা মোদি প্রমুখ। এরআগে বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ। এছাড়া, উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ইউএনও শাহিনুর ইসলাম প্রমুখ।

শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন সদরউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার, সহকারী অধ্যাপক আনম বজলুর রশিদ, বলরাম কুমার দাস, ড. উত্তম কুমার সরকার, প্রভাষক জানে আলম সিদ্দিকী, ইসলাম মোল্লা, শাহজাহান আলী, উজ্জল কুমার চৌধুরী, মোস্তাক মিয়া প্রমুখ।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের শ্রীনগরে মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইউএনও জাহিদুল ইসলাম, উপজেলা আ.লীগের সম্পাদক তোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফয়েজুল ইসলাম, শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সম্পাদক আরিফ হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, কৃষক লীগের সম্পাদক শামসুল আলম প্রমুখ।

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে শোভাযাত্রা পরবর্তী সভায় বক্তব্য দেন ইউএন সেঁজুতি ধর, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, পৌর মেয়র আবু সাইদ, ওসি রেজাউল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল, ইসলাম জেলা পরিষদ সদস্য আবু জাফর, যুবলীগ আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।

চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার প্রমুখ। অন্যদিকে চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে শেষাভাযাত্রা বের করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist