প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ জানুয়ারি, ২০১৮

উৎসবমুখর পরিবেশে ছোটদের বড় নির্বাচন

প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠনের সফলতার ধারাবাহিকতায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে গঠন করা হচ্ছে ‘স্টুডেন্টস কেবিনেট’। ইতোমধ্যেই এটি পরিচিতি পেয়েছে ‘ছোটদের মন্ত্রিপরিষদ’ হিসেবে। স্টুডেন্টস ক্যাবিনেট গঠনের লক্ষে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্কুলে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

ফরিদপুর : ফরিদপুরের ২৪৭টি বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম শেখ বলেন, আমার স্কুলের দুইটি শিফটের জন্য ১ হাজার ৮৬৭ জন ছাত্রছাত্রী তাদের ভোট প্রদান করে ১৬ জন প্রতিনিধি নির্বাচিত করেছেন। নির্বাচেন ২৪৭টি বিদ্যালয়ে থেকে ১ হাজার ৯৭৬ জন প্রতিনিধি নির্বাচিত হবে।

নাটোর : নাটোরের সকল বিদ্যালয়ে একযোগে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রিটার্নিং অফিসার ও নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম বলেন, কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে অধিকাংশ ভোটারের অংশগ্রহনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর (রাজশাহী) : দুর্গাপুর উপজেলার সরকারি প্রাথমিক স্তরের ৮৩ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা ভোট দিয়ে নির্বাচন করলেন নিজেদের প্রতিনিধি। নির্বাচন কমিশনার, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরাই। শৃঙ্খলা রক্ষায় কেউ কেউ হয়েছে র‌্যাব, পুলিশ, আনসার বাহিনীর সদস্য।

মদন (নেত্রকোনা) : মদন উপজেলার ১৬টি উচ্চ বিদ্যালয় ও ৮টি মাদরাসায় একযোগে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমীর নির্বাচনে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ১০ম শ্রেণীর ছাত্রী তারিন আক্তার বিজয়ীদের নাম ঘোষনা করেন। অনুরূপভাবে বাকী ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নাগরপুর (টাঙ্গাইল) : নাগরপুর উপজেলার ১৫৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম জানান, গণতান্ত্রিক চর্চা, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা, শিখন কার্যক্রমে শিক্ষককে সহায়তা, তথা বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে এ নির্বাচনের আয়োজন করা হয়েছে।

পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনার ছিলেন, ফয়সাল আহম্মেদ, রাম নারায়ণ বাছাড় ও আকাশ মন্ডল।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উৎসব মুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়সমূহে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানী জানান, উল্লাপাড়ায় এক দিনে ২৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist