নিজস্ব প্রতিবেদক

  ২৩ আগস্ট, ২০১৯

গুজব ছড়ানোর অভিযোগে আটক ১

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে মানসুর আহম্মদ (৪৭) নামে একজন ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১০। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর দক্ষিণখান থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশরাফুল হক জানান, গোপন সংবাদে দক্ষিণখান এলাকায় অভিযানটি চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করার অভিযোগে মনসুর আহমেদকে আটক করা হয়। এ সময় তার থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মন্ত্রী, এমপিসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে অশ্লীল, মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও মানহানিকর ছবি, তথ্য পোস্ট ও শেয়ার করে অপপ্রচার চালিয়ে আসছে। একই সঙ্গে তিনি রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের বিরুদ্ধে বিভিন্ন রকম গুজব প্রচার করে আসছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close