নিজস্ব প্রতিবেদক

  ২৮ ফেব্রুয়ারি, ২০১৮

৫৬০ মডেল মসজিদের ১১টির কাজ শুরু মার্চে

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করবে সরকার। এর মধ্যে ১১টির নির্মাণ কাজ শুরু হবে আগামী মার্চ থেকে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পের জানুয়ারির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ তথ্য জানান। সভায় জানানো হয়, ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৭২২ কোটি ৫ লাখ ৮ হাজার টাকা। মডেল মসজিদের জন্য জেলা পর্যায়ে ৪ তলাবিশিষ্ট এবং উপজেলা পর্যায়ে ৩ তলাবিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত ভবন নির্মিত হবে। নারীদের জন্য নামাজের আলাদা কক্ষ বরাদ্দ থাকবে। এরই মধ্যে ১১টি মসজিদের স্থান চ‚ড়ান্তভাবে নির্বাচন করে নির্মাণ কাজ শুরুর জন্য প্রশাসনিক নির্দেশ দেয়া হয়েছে। সভায় আরো জানানো হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বর্তমান বাস্তবায়নাধীন অনুমোদিত প্রকল্পের সংখ্যা ১১টি। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়, ইসলামী পুস্তক প্রকাশনা কার্যক্রম-২য় পর্যায়, ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় পর্যায় ও জেলা লাইব্রেরিতে পুস্তক সংযোজন ও পাঠক সেবা কার্যক্রম স¤প্রসারণ, প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প, ধর্মীয় এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত), গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স স্থাপন প্রকল্প, মসজিদ পাঠাগার স¤প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প (২য় পর্যায়); সিরতা, ময়মনসিংহ ও কালকিনি, মাদারীপুর ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স ভবন নির্মাণ এবং বায়তুল মোকাররম ডায়াগনস্টিক সেন্টার শক্তিশালীকরণ প্রকল্প, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় প্রকল্প, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের নিজস্ব অর্থায়নে ২০ তলা ভিত বিশিষ্ট দুটি বেজমেন্ট ফ্লোরসহ ৫ তলা ওয়াক্ফ ভবনের ঊর্ধ্বমুখী ৬ষ্ঠ, ৭ম ও ৮ম তলা নির্মাণ প্রকল্প।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist