ক্রীড়া ডেস্ক

  ১৭ জুলাই, ২০১৯

হতাশায় আচ্ছন্ন ফেদেরার

উইম্বলডন ফাইনালের হারটা কিছুতেই মেনে নিতে পারছেন না রজার ফেদেরার। সবুজ গালিচার সম্রাটের নবম উইম্বলডন জেতা হলো না কিংবা নোভাক জোকোভিচকে হারানোর সুযোগ হাতছাড়া হলো, সে জন্য নয়। মানতে পারছেন না, এ রকম সুযোগ বারবার আসবে না বলে। বিশেষ করে এমন একটা বয়সে। পরের মাসেই তো ফেদেরারের ৩৮তম জন্মদিন।

৫ ঘণ্টার ম্যারাথন লড়াইয়ের পরে সাংবাদিকদের সামনে এসে ফেদেরার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাসি-মশকরায় হারের হতাশা ঢাকার চেষ্টা করছিলেন। কিন্তু তার মলিন হাসি বলে দিচ্ছিল অনেক কিছুই।

‘জানি না এর চেয়ে স্ট্রেট সেটে হারলে কিছুটা ভালো লাগত কি-না,’ বলেই হেসে ফেলেন ফেদেরার। একটু থেমে বলে ওঠেন, ‘আসলে এক দিক থেকে এগুলোর কোনো মানে নেই। হয়তো আরো বেশি হতাশা, দুঃখ বা রাগ হতে পারে। আমার শুধু মনে হচ্ছে এমন একটা সুযোগ হাতছাড়া করে ফেললাম, বিশ্বাসই করতে পারছি না ব্যাপারটা।’

তিনি লাখ মানুষের প্রেরণা, কিন্তু নিজে প্রেরণা পান কোথা থেকে? সুইস কিংবদন্তির ভাষ্য, ‘আমি বিভিন্ন জায়গা থেকে প্রেরণা পাওয়ার চেষ্টা করি। সবচেয়ে বেশি গ্র্যান্ড সø্যাম জেতার রেকর্ড করেছি বলে আরো এগিয়ে থাকতে চাই এমন নয়। যদি আর কেউ রেকর্ডটা ভাঙে দারুণ ব্যাপার হবে তার জন্য। সবকিছু তো আর আগলে রাখা যায় না।’ সঙ্গে আরো যোগ করেন, ‘আমি কিন্তু এজন্য টেনিস খেলোয়াড় হইনি। চেষ্টা করেছিলাম উইম্বলডন জেতার। এখানে আরো ভালো রেকর্ড করার। সেন্টার কোর্টে এ রকম অসাধারণ দর্শকদের সামনে নোভাক বা অন্য কারো বিরুদ্ধে খেলার। এটাই আমার প্রেরণা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close