ক্রীড়া প্রতিবেদক

  ২৮ মার্চ, ২০১৯

ইতিহাসের নাম রাজ্জাক

মাইল ফলক থেকে মাত্র এক উইকেট দূরে ছিলেন আবদুর রাজ্জাক। বল হাতে প্রথম ওভারেই বাঁ-হাতি স্পিনার পৌঁছে গেছেন কাক্সিক্ষত ঠিকানায়। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন রাজ্জাক। এরপর আরো তিন উইকেট নিয়েছেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৫৭ রানে হারিয়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বল হাতে আলো ছড়ানোর পুরস্কার হিসেবে অবধারিতভাবেই ম্যাচ সেরা হয়েছেন রাজ্জাক। গতকাল বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টিভেজা ম্যাচে ৩৮ ওভারে ৭ উইকেটে ২৩০ রান তোলে প্রাইম ব্যাংক। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে উত্তরার লক্ষ্য দাঁড়ায় ৩৮ ওভারে ২৪০। রাজ্জাকের ঘূর্ণি জাদুর পর ৮ উইকেটে ১৮২ রান তুলতে সক্ষম হয়েছে নবাগত দলটি। ৬ ম্যাচে প্রাইম ব্যাংকের এটি পঞ্চম জয়। পক্ষান্তরে এ নিয়ে পাঁচ ম্যাচ হারল উত্তরা স্পোর্টিং ক্লাব।

বৃষ্টিবাধা ছিল সাভারের ম্যাচেও। যেখানে ডি/এল পদ্ধতিতে ব্রাদার্স ইউনিয়নকে ৮ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে ৪০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান তুলে ব্রাদার্স। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি শেষে ৪০ ওভারে শাইনপুকুর লক্ষ্য পায় ২৩৯ রানের। কঠিন লক্ষ্যে শাইনপুকুর পৌঁছে গেছে মাত্র ২ উইকেট হারিয়ে। উন্মুখ চাঁদ (৯০*) ও সাদমান ইসলামের (৭৭) ব্যাটিং দৃঢ়তায় কঠিন লক্ষ্য মামুলি বানিয়ে জিতেছে বিকেএসপি।

প্রাইম ব্যাংক-শাইনপুকুরের জয়ের দিনে সঙ্গী হয়েছে প্রাইম দোলেশ্বর। তবে জিতলেও বিকেএসপি কাছে ভালোই পরীক্ষা দিতে হয়েছে তাদের। দাঁতে দাঁত চেপে লড়াইয়ের পর ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে প্রাইম দোলেশ্বর জিতেছে ৩ উইকেটে। বিকেএসপিকে ১৬০ রানে গুটিয়ে দেওয়া দোলেশ্বর সহজে জিতবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ভালোই বিপদে পড়েছিল দোলেশ্বর। ৫০ রানে চতুর্থ উইকেটের পতন। শেষ অবধি তাইবুর রহমান (৬১*) ও সৈকত আলীর (৪৩) ব্যাটিং দৃঢ়তায় কাঠখড় পোড়ানো জয় পেয়েছে দোলেশ্বর। ৬ ম্যাচে দোলেশ্বরের এটা পঞ্চম জয়। অন্যদিকে সমান ম্যাচে চারটিতে হারল বিকেএসপি।

সংক্ষিপ্ত স্কোর

প্রাইম ব্যাংক-উত্তরা স্পোর্টিং ক্লাব

প্রাইম ব্যাংক : ৩৮ ওভার ২৩০/৭ (এনামুল ৩৬, ইশ্বরণ ৩৫, আল আমিন ৬০, সালমান ৩৭, মিলন ২৫*; পায়েল ২/২৯, ইমন ৩/২৪)। উত্তরা স্পোর্টিং : (ডি/এল পদ্ধতিতে লক্ষ্য ৩৮ ওভারে ২৪০) ৩৮ ওভার, ১৮২/৮ (তানজিদ ৩৫, ইমন ৩৩, হুমায়ুন ৩৯*; রাজ্জাক ৪/১৫)। ফল : প্রাইম ব্যাংক ৫৭ রানে জয়ী। ম্যাচ সেরা : আবদুর রাজ্জাক

প্রাইম দোলেশ্বর-বিকেএসপি

বিকেএসপি : ৪৪.৪ ওভার, ১৬০ (প্রান্তিক ৩০, আকবর ২৮; সানি ২/২৯, সৈকত ২/৩৮)। প্রাইম দোলেশ্বর : ৪৫ ওভার, ১৬৫/৭ (সৈকত ৪৩, তাইবুর ৬১*; তানজিম ৩/৩৫, নওশাদ ২/২৭)। ফল : প্রাইম দোলেশ্বর ৩ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : তাইবুর রহমান।

ব্রাদার্স ইউনিয়ন-শাইনপুকুর

ব্রাদার্স ইউনিয়ন : ৪০ ওভার, ১৯৭/৫ (জুনায়েদ ৭৪, জানি ৫৪, ইয়াসির ৩৯*; শরিফুল ২/৩৮, শুভাগত ২/৩৭) শাইনপুকুর : (৪০ ওভারে লক্ষ্য ২৩৯) ৩৫.৪ ওভার, ২৩৯/২ (সাদমান ৭৭, চাঁদ ৯০*, হৃদয় ৩৩*; ১/৩৩) ফল : ৮ উইকেটে জয়ী শাইনপুকুর। ম্যাচ সেরা : উন্মুখ চাঁদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close