ক্রীড়া প্রতিবেদক

  ৩০ জানুয়ারি, ২০১৯

আবার আসবেন ডি ভিলিয়ার্স

প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। পরশু ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিজের চতুর্থ ম্যাচে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। মাশরাফিদের সঙ্গে আর দুটি ম্যাচ খেলে দেশে ফিরে যাবেন পরিবারের কাছে। খবরটা পুরনো। নতুন খবর হচ্ছে বিপিএল খেলতে আবার আসবেন ‘মিস্টার থ্রি সিক্সটি’। ঢাকার বিপক্ষে ১০০ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস খেলার পর ডি ভিলিয়ার্স জানিয়ে দিলেন চলে যাওয়া মানেই প্রস্থান নয়।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তির কাছে আগে পরিবার, পরে ক্রিকেট। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার এটা একটা কারণ। ক্রিকেটের ব্যস্ত সূচির সঙ্গে পরিবারের সমন্বয় করাটা কঠিন। আমার জীবনে ক্রিকেটের চেয়ে পরিবারের গুরুত্ব অনেক বেশি। আমি সেভাবেই আমার পরিকল্পনা সাজাই। আমাকে দুই ছেলে ও স্ত্রীর কাছে যেতে হবে। তাদের সময় দেওয়ার জন্যই আন্তর্জাতিক ক্রিকেট খেলা আমি বন্ধ করে দিয়েছি। আগামী বছর আমি আবার এখানে (বিপিএল খেলতে) আসব। চেষ্টা করব আরো ভালো খেলার এবং নক-আউট পর্বে (কোয়ালিফায়ার) থাকার।’

টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের চতুর্থ সেঞ্চুরি প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘সত্যি বলতে সেঞ্চুরি নিয়ে এক শতাংশও ভাবি না। আমি চেষ্টা করি কীভাবে ম্যাচটা শেষ করে আসা যায়। দলকে জেতানোর এই ভূমিকাটা আমি রাখতে পেরেছি। এ জন্যই আমি ক্রিকেট খেলি। সত্যি বলতে, আমার যে কয়টা সেঞ্চুরি, সেটা আমি নিজেই জানি না। আমি কখনো এটা নিয়ে ভাবিনি, ভাববও না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close