ক্রীড়া ডেস্ক

  ৩০ নভেম্বর, ২০১৮

আগুন জমিয়ে রেখেছে যারা

গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ শেষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে ১২ দল। তালিকায় পরশু বার্সেলোনার সঙ্গে যোগ দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, পোর্তো ও শালকে ০-৪। ‘বি’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে কাতালানরা দ্বিতীয় রাউন্ডে উঠলেও অমীমাংসিত থেকে গেছে বাকি এক দল। সৌভাগ্যবান দলটি কে হতে পারে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো দুই সপ্তাহ।

‘বি’ গ্রুপের সমীকরণটা কঠিন করে দিয়েছে টটেনহাম। অবশ্য এই টটেনহামের সামনেই এখন পাড়ি দিতে হবে। শেষ ষোলোতে জায়গা পেতে হলেও শেষ ম্যাচে স্পার্সদের জিততে হবে বার্সোলোনার বিপক্ষেই। তাও আবার ন্যু ক্যাম্পে। কোচ মাউরিসিও সারির শিষ্যরা শুরুটা করেছিল হার দিয়ে। অ্যাওয়ে ম্যাচে ইন্টার মিলানের মাঠ সান সিরোতে এগিয়ে যাওয়ার পরও পরাজয় নিয়ে ফিরতে হয়েছিল তাদের। এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লড়াই জমিয়ে তুলেছে তারা। পরশু ঘরের মাঠ ওয়েম্বলিতে ক্রিশ্চিয়ান এরিকসনের গোলে ইন্টারকে ১-০ গোলে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টটেনহাম। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে নেরাজ্জুরিরা। দুই দলেরই কপালে জুটেছে দুই জয়, দুই পরাজয় ও এক ড্র।

পরশু ইন্টার মিলান জিতলেই সমস্ত স্বপ্ন কবর দিতে হতো টটেনহামকে। ৮০ মিনিটে ফিকে হয়ে স্বপ্নটাকে পুনরায় বাঁচিয়ে তুলেন ড্যানিশ মিডফিল্ডার এরিকসন। তবে স্পার্সদের দৌড়টা শেষ করতে হবে বার্সার বিপক্ষে জিতে। ড্র করলেও চলবে।

সে ক্ষেত্রে ইন্টার মিলানকে হারতে হবে পিএসভি আইন্দোফেনের বিপক্ষে। শেষ দেখায় ডাচ ক্লাবটির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল কোচ লুসিয়ানো স্পেলেত্তির শিষ্যরা। পরের ম্যাচটি নেরাজ্জুরিরা খেলবে নিজেদের মাঠে। মূলত, শেষ ষোলোতে পা রাখতে হলে বাঁচা-মরার লড়াইয়ে জিততেই হবে টটেনহাম ও ইন্টারকে।

অন্যদিকে ‘সি’ গ্রুপটাকে কেন ডেথ গ্রুপ বলা হচ্ছিল তা পরতে পরতে প্রমাণ হয়ে গেছে। একমাত্র ‘সি’ গ্রুপ থেকেই এখনো কোনো দল শেষ ষোলোতে জায়গা পায়নি। সৌভাগ্যবান দুই দলের দেখা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। তবে ৯ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে নাপোলি। ইতালিয়ান ক্লাবটি

পরশু ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে রেড স্টার বেলগ্রেডকে।

নাপোলির সামনে এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

পরশু হারলেও দ্বিতীয় রাউন্ডে উঠার আশা হারাচ্ছে না লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে অলরেডরা ২-১ গোলে হেরেছে পিএসজির মাঠে। ঘরের মাঠে পিএসজিকে ১৩ মিনিটে এগিয়ে দেন হুয়ান বার্নেট। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে লিভারপুলের ব্যবধানটা কমান জেমস মিলনার। তবে হার এড়াতে পারলে স্বস্তিতে থাকতে পারত কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এখন শেষ ষোলোতে যেতে হলে অ্যানফিল্ডে বড় ব্যবধানে জিততে হবে অলরেডদের। ছয় পয়েন্ট নিয়ে ক্লপের দল আছে তিন নাম্বারে। আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা পিএসজিকেও জিততে হবে বেলগ্রেডের মাঠে। অবশ্য শেষ দেখায় ফরাসি জায়ান্ট বড় জয় পেয়েছিল বাদ পড়ে যাওয়া সার্বিয়ান ক্লাবটির বিপক্ষে। তবে এটা নিশ্চিত যে, ‘সি’ গ্রুপ থেকে দুই সপ্তাহ পর একটি বড় দলকে বাদ পড়তে হবে। সেটা হতে পারে নাপোলি, লিভারপুল কিংবা পিএসজি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close