ক্রীড়া ডেস্ক

  ২১ নভেম্বর, ২০১৮

ক্যারিবিয়ানদের দায়িত্ব নিলেন পোথাস

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন নিক পোথাস। এর আগে ক্যারিবিয়ান কোচের দায়িত্বে ছিলেন স্টুয়ার্ট ল। ইংলিশ ক্রিকেট ক্লাব মিডলসেক্সের দায়িত্ব পাওয়ার পর ক্যারিবিয়ান কোচের চাকরি থেকে ইস্তফা দেন এই অস্ট্রেলিয়ান।

দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার ফিল্ডিং কোচ হিসেবে পোথাস তার কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০১২ সালে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যানেজম্যান্ট আশা করছে, পোথাস বাংলাদেশ সিরিজে ধারাবাহিকতা রেখে তার চাকরি স্থায়ী করে নিবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক জিমি অ্যাডামস বলেন, ‘দলের এমন সংকটময় সময়ে পোথাস দলকে পরিচালনা করবে। তার দায়িত্বে দল সামনের দিকে এগিয়ে যাবে এবং তার দায়িত্বে দলও ইতিবাচক পারফরমেন্সের করবে বলে আশা করি।’

বাংলাদেশ সিরিজেকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ক্যারিবীয়দের সদ্য দায়িত্ব নেওয়া কোচ পোথাস। দায়িত্ব নিয়ে পোথাস বলেন, ‘আমাকে প্রধান কোচ করায় আমি কৃতজ্ঞ। বাংলাদেশ সিরিজ অনেক চ্যালেঞ্জিং হবে। তবে এই চ্যালেঞ্জকে আলিঙ্গন করতে প্রস্তুত।’ আগামীকাল চট্টগ্রামে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে পোথাসের শিষ্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close