ক্রীড়া ডেস্ক

  ২১ নভেম্বর, ২০১৮

যৌথভাবে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী স্পেন

মাত্রই ২০১৮ রাশিয়া বিশ্বকাপ শেষ হয়েছে। ২০৩০ বিশ্বকাপ হতে বাকি এখনো প্রায় ১২ বছর। যদিও ফিফা আয়োজক বাছাই করে রাখে আগেই থেকেই। এমন ভাবনায় প্রতিবেশী মরক্কো ও পর্তুগালকে সঙ্গে নিয়ে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী স্পেন।

এমন আগ্রহের কথা জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মরক্কোর রাজধানী রাবাত সফরকালে তিনি এ নিয়ে কথা বলেছেন মরক্কো প্রধানমন্ত্রী আল ওথমানি ও রাজা মোহাম্মদের সঙ্গে। উদ্যোগী হয়ে স্পেনই এমন প্রস্তাবের কথা তাদের কাছে তুলে ধরেছে বলে জানান সানচেজ, ‘আমি মরক্কো সরকারের সঙ্গে এই যৌথ আয়োজনের প্রস্তাবটি রেখেছি। যাতে করে ২০৩০ বিশ্বকাপ আয়োজক হতে পারে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আমরা এ নিয়ে কাজ করব।’ স্পেন এর আগেও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০১৮ বিশ্বকাপের আয়োজক হতে চেয়েছিল। নিলামে তাদের হারিয়ে আয়োজক হয় রাশিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close