ক্রীড়া ডেস্ক

  ১৮ নভেম্বর, ২০১৮

ক্যান্ডি টেস্টের শেষ দিনে রোমাঞ্চ

ক্যান্ডি টেস্টের পঞ্চম দিনে কী আছে শ্রীলঙ্কার ভাগ্যে? কারণ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য প্রয়োজন ৭৫ রান। আর সফরকারীদের প্রয়োজন তিন উইকেট। তবে ম্যাচের ভাগ্য ঝুলে আছে ইংল্যান্ডের পক্ষেই। কাল বৃষ্টি না হলে হয়তো শেষ সেশনেই জয়ের হাসি হাসত সফরকারীরা। প্রথমে ম্যাথুস বাধা, পরে বৃষ্টিতে ম্যাচ গড়ালো পঞ্চম দিনে। এই ম্যাচ জিতলে ১৭ বছর পর লঙ্কার মাটিতে সিরিজ জিতবে ইংলিশরা।

৩০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমে লঙ্কানকের গলা চেপে ধরে জ্যাক লিচ। একাই ধসিয়ে দেন স্বাগতিকদের টপ অর্ডার। কুশাল সিলভা (৪), ধনঞ্জয়া ডি সিলভা (১) ও কুশাল মেন্ডিসকে (১) সাজঘরে ফেরান লিচ। পরে দলের হাল ধরেন লঙ্কান অলরাউন্ডার ম্যাথুস। দিমুথ করুনারতœকে নিয়ে ৭৭ রানের জুটিতে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। দলীয় ১০৩ রানের এই জুটি ভাঙেন আদিল রশিদ। লঙ্কান ওপেনার করুনারতœকে ৫৭ রানে সাজঘরে ফেরান এই ইংলিশ স্পিনার। পরে রোশান সিলভাকে নিয়ে ৭৩ রানের জুটি ক্যান্ডি টেস্টের জয়ে আশা বাঁচিয়ে রাখেন ম্যাথুস। রোশান সিলভাকে (৩৭) মাঠ ছাড়া করেন মঈন আলি। দলীয় ২২১ রানে ম্যাথুসকেও এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মঈন আলি। ২২ গজ ছাড়ার আগে ম্যাথুস ১৩৭ বলে ৮৮ রান করে তুলে নেন ৩২তম টেস্ট অর্ধশতক। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ২২৬ রানে দিন শেষ করে স্বাগতিকরা। ইংল্যান্ডের পক্ষে চার উইকেট শিকার করেন লিচ। মঈন আলি নেন দুই উইকেট এবং একটি শিকার আদিল রশিদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close