ক্রীড়া ডেস্ক

  ০৩ নভেম্বর, ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৫

শিরোপায় চোখ বাংলাদেশের

টাইব্রেকারে শিরোপাধারী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শিরোপার লড়াইয়ে আরেক শক্তিশালী দল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে কোচ মোস্তফা আনোয়ার পারভেজ জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে শতভাগ দিতে প্রস্তুত তার শিষ্যরা।

নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ বাংলাদেশ বিকেল পৌনে ৩টায় মুখোমুখি হবে দুই দল। পাকিস্তানের মতো বাংলাদেশও দ্বিতীয় শিরোপার স্বাদ পেতে উন্মুখ হয়ে আছে। অবশ্য দুটি দলই প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল যখন টুর্নামেন্টটি অনূর্ধ্ব-১৬ পর্যায়ে ছিল।

এবারের আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ করে অপরাজিত আছে দুই দল। তিন বাংলাদেশ প্রতিপক্ষের জালে গোল করে ১২টি। বিপরীতে গোল হজম করে ২টি। অন্যদিকে পাকিস্তান গোল দেয় ১০টি, খেয়েছে ১টি।

তবে পরিসংখ্যান বাদ দিলে, শারীরিক শক্তির দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে পাকিস্তান। তবে পিছিয়ে পড়ে সমতায় ফিরে টাইব্রেকারে ভারতকে সেমিফাইনালে হারিয়ে উজ্জীবিত থাকা বাংলাদেশ কাক্সিক্ষত সাফল্য পাবে বিশ্বাস কোচের। তিনি বলেন, ‘ছেলেরা ম্যাচ বাই ম্যাচ খেলে ফাইনালে এসেছে। সম্পূর্ণ কৃতিত্ব ছেলেদের। ছেলেরা তাদের পরিশ্রমের ফসল হিসেবে ফাইনালে উঠেছে। আমরা যে কৌশলে, যেভাবে খেলতে বলেছি, সেভাবে খেলেছে। ফাইনালে শক্ত প্রতিপক্ষ পাকিস্তান। আমরা ফাইনালকে ফাইনালের মতো করেই খেলব।’

তিনি আরো বলেন, ‘তিন ম্যাচ অপরাজিত থাকাটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। শক্তিশালী ভারতের বিপক্ষে ১ গোলে পিছিয়ে থেকেও সমতা এনে টাইব্রেকারে জিতেছি। ছেলেরা সবাই উজ্জীবিত আছে এবং ফাইনালে শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত। টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল পাকিস্তান। ওদের ফুটবলারদের শারীরিক গঠন আমাদের চেয়ে ভালো। তাদের দুর্বলতা নিয়ে কাজ করছি।’

অধিনায়ক মেহেদী হাসানের দাবি পাকিস্তানের চেয়ে কোনো অংশে কম না তারা। যেকোনো মূল্যে জিততে চান এই মিডফিল্ডার বলেন, পাকিস্তান খুব শক্তিশালী এবং আমাদের সেভাবেই দেখতে হবে। যেকোনো মূল্যে আমরা কাল জিততে চাই। কোচ যেভাবে শিখিয়েছেন সেটা মাঠে অনুবাদ করলে জিতব। আমরা টানা তিনটা ম্যাচ জিতেছি, তবে পেছনের বিষয় ভেবে লাভ নেই। ফাইনালে সব নজর। জিততে হবে। ওরা শক্তিশালী, তবে আমরাও কম না।’

ফাইনালে উঠার পথে ভারতের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়েছিলেন মেহেদী হাসান। এবার শিরোপা জিতেই ঘরে ফিরতে চান এই গোলরক্ষক। তিনি জানান, ‘ট্রফি জয় করে দেশে ফেরার সময় এখনই। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে দেশবাসীকে গর্বিত করার জন্য আমরা জীবন দিয়ে দেব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close