ক্রীড়া ডেস্ক

  ০১ নভেম্বর, ২০১৮

সুযোগ কাজে লাগাতে চান মিঠুন

সীমিত ওভারের দুই ফরমেটেই অভিষেক হয়েছে মোহাম্মদ মিঠুনের। এবার চক্রপূরণের অপেক্ষায় বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে আগামী পরশু থেকে শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টে অভিষেক হচ্ছে মিঠুনের। ওই ম্যাচ দিয়ে আবার টেস্ট ক্রিকেটে অভিষেক হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেরও।

অবশ্য মিঠুনের টেস্ট দলে ডাক পাওয়াই ছিল চমকের। সবশেষ ওয়ানডে সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সই তার টেস্ট দলের দরজা খুলে দিয়েছে। সুযোগটা কাজে লাগাতে চান মিঠুন। বলেছেন, ‘(অনেকের মতো) আমারও স্বপ্ন ছিল টেস্ট খেলব। যদিও এখনই টেস্ট দলে ডাক পাব এটা ভাবিনি। হঠাৎ করেই এসেছে। পত্রিকায় যখন এলো তখনো জানতাম না। পত্রিকা খুব একটা দেখা হয় না। একজন সাংবাদিকই আমাকে ফোন করে খবরটা দেন।’

মিঠুন আরো বলেছেন, ‘অবশ্যই খুব ভালো লেগেছে টেস্ট দলে জায়গা পেয়ে। আমার সব সময় মনে হয় একজন ক্রিকেটার হিসেবে যখন টেস্ট খেলব তখনই আমার পরিপূর্ণতা আসে। আর টেস্ট ক্রিকেটে যখন ভালো করব তখন মনে করব ক্রিকেট খেলাটার জন্য আমি ফিট। অবশ্যই চেষ্টা করব সুযোগ পেলে কাজে লাগানোর।’

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১২ বছর ধরে খেলছেন মিঠুন। ৮৮ ম্যাচ খেলার পর প্রথম ডাক পেলেন টেস্ট দলে, বাংলাদেশের বাস্তবতায় যা বেশ বিরল। ১২ সেঞ্চুরিতে রান করেছেন ৪ হাজার ৭৭০। পোক্ত হয়ে টেস্টে আসায় তার নিজের জন্য ভালোই হয়েছে বলে মনে করেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান। তিনি বলেছেন, ‘টেস্টে অভিজ্ঞতা অনেক বড় একটি ব্যাপার। টেস্ট খেলতে হলে অনেক অভিজ্ঞতা দরকার হয়। আমি অনেক বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। অবশ্যই এটা কাজে দেবে। অন্যান্য দেশে দেখি অনেক অভিজ্ঞ হওয়ার পর টেস্টে আসে। আমারও সেই সুযোগ আসছে। আমি চেষ্টা করব এর যতটা ব্যবহার করা যায়।’

ওয়ানডেতে মিঠুনের ব্যাটিংয়ের বড় বৈশিষ্ট্য ইতিবাচকতা। বোলারকে চেপে বসতে দেন না। ফিরিয়ে দেন আক্রমণ। তবে টেস্টে দাবি থাকে ধৈর্য, লম্বা সময় উইকেটে কাটানোর। সেই বাস্তবতা জানেন মিঠুন। নিজের সহজাত প্রবৃত্তির সঙ্গে আপস না করেই মানিয়ে নিতে চান টেস্ট ব্যাটিংয়ের সঙ্গে। মিঠুন বলেছেন, ‘টেস্ট ফরম্যাটই সময় নিয়ে খেলার। ব্যাটসম্যান হিসেবে আমারও পরিকল্পনা থাকবে সময় নেওয়ার। কিন্তু দিনশেষে রানটাও গুরুত্বপূর্ণ। যেটা আমি মনে করি। একজন ব্যাটসম্যান যত সময়ই উইকেটে কাটাক, রান না হলে সে সেট না। আমি যেটা করার চেষ্টা করব।’ তিনি আরো বলেছেন, ‘অবশ্যই উইকেটে সময় নেব। তবে বাজে বলকে উপযুক্ত শাস্তি দেওয়া জরুরি। তাহলে চাপ কমে যায়। কঠিন পরিস্থিতি এলে তো লড়াই করে টিকে থাকতেই হবে। কিন্তু যদি স্কোর করার সুযোগ থাকে অবশ্যই আমি চেষ্টা করব রান করতে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close