ক্রীড়া ডেস্ক

  ১২ অক্টোবর, ২০১৮

মালিঙ্গার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

যৌন হয়রানি নিয়ে সামাজিকমাধ্যমে ‘হ্যাশট্যাগ মি-টু’ অভিযান বিশ্বজুড়ে বেশ সাড়া ফেলেছে। কয়েক দিন ধরে ফুটবল দুনিয়া উত্তাল পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ধর্ষণ মামলা নিয়ে। ফুটবল থেকে এবার ক্রিকেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ‘হ্যাশট্যাগ মি-টু’। গত পরশু সাবেক লঙ্কান অধিনায়ক রানাতুঙ্গার বিরুদ্ধে যৌন

হয়রানির অভিযোগ তুলেছেন এক নারী পাইলট। তার রেশ কাটতে না কাটতে এবার কাঠগড়ায় শ্রীলঙ্কান গতি তারকা লাসিথ মালিঙ্গা। কাল টুইটারে ভারতীয় গায়িকা চিন্ময়ী শ্রীপদ মালিঙ্গার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন।

আইপিএল চলাকালীন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার মালিঙ্গার দ্বারা যৌন হয়রানির হতে হয় জানিয়েছেন চিন্ময়ী। কাল ভারতীয় সিনামার প্লেব্যাক গায়িকা চিন্ময়ী তার টুইটারে লিখেন, ‘আমি নাম প্রকাশ করতে চাই না। কয়েক বছর আগে মুম্বাইয়ের ঘটনা। আমরা যে হোটেলে ছিলাম সেখানে আমার বান্ধবীকে খুঁজছিলাম। এমন সময় লঙ্কান ক্রিকেটারের সঙ্গে আমার দেখা হয়। তখন সে আমাকে জানায় আমার বান্ধবী নাকি তার রুমে আছে।’

চিন্ময়ী আরো লিখেন, ‘আমি তার রুমে ঢোকা মাত্রই সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় এবং আমার মুখের ওপর বসে। আমি তার সঙ্গে জোরাজুরি করে পারছিলাম না। ভয়ে আমি মুখ ও চোখ বন্ধ করে ফেলি। এমন সময় হোটেলের কর্মচারী এসে দরজা নক করে। দরজা খুলতে আমি বাথরুমে ঢুকে মুখ ধুয়ে নেই। তারপর হোটেল কর্মচারীর সঙ্গে বেরিয়ে যাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close