ক্রীড়া প্রতিবেদক

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশ দলে চোটের আগ্রাসন

ক’দিন বাদেই শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে সেরা দলটি পাননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এমনিতে দলে ঘাটতি তারউপর দলে যারা আছেন তাদের অনেকেই ভুগছেন ইনজুরিতে। সাকিব আল হাসানের ইনজুরি নাটক শেষ হওয়ার পর আরো বড় দুঃসংবাদ শুনতে হলো বাংলাদেশকে। আঙুলের চোটে ধুঁকছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

অবশ্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, তামিমের আঙুলে একটু ব্যথা। দলসূত্রে জানা গেল, চোট আরেকটু গুরুতর। একটা চিড় ধরা পড়েছে তামিমের ডান হাতের অনামিকায়। এশিয়া কাপের প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। তামিম এই চোট পেয়েছিলেন সপ্তাহখানেক আগে ফিল্ডিং অনুশীলনে। শুরুতে বড় কিছু ভাবা হয়নি। পরে ব্যথা না কমায় স্ক্যান করানো হয়। তাতে যা ধরা পড়েছে, চিকিৎসকরা সেটিকে বলছেন ছোট ‘ক্র্যাক।’

চোটের পর এক সপ্তাহ হয়ে গেছে প্রায়। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচের বাকি আরও এক সপ্তাহের বেশি। সময় তাই এখনো আছে। তবে এই ধরনের চোট ঠিক হতে অনেক ক্ষেত্রে সময় লাগতে পারে আরেকটু বেশি। দুর্ভাবনা সেখানেই। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানিয়েছে তামিমের খেলার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি।’

চোটে জর্জর বাংলাদেশের জন্য নতুন দুর্ভাবনা তামিমের এই আঙুলের চিড়। ফিল্ডিং অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার খেলা নিয়ে শঙ্কা আছে যথেষ্টই। আঙুলের চোটেই সাকিব আল হাসানের খেলা নিয়ে আছে শঙ্কা। দুশ্চিন্তার কালো মেঘ আরও বাড়ল তামিমের চোটে। এই চোট সমস্যাগুলোর কারণেই বৃহস্পতিবার এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে যোগ করা হয়েছে বাঁ-হাতি ব্যাটসম্যান মুমিনুল হককে। তাকে নিয়ে বাংলাদেশ দল এখন ১৬ জনের। ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ অভিযান। সে লক্ষ্যে আগামী রোববার দুবাইর বিমানে চড়বে টাইগাররা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close