ক্রীড়া ডেস্ক

  ১৯ জুলাই, ২০১৮

রিয়ালে যাচ্ছেন হ্যাজার্ড?

কয়েক দিন আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্কছেদ করে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের পরিবর্তে রিয়াল সভাপতি ফ্লোরিন্তোনো পেরেজের নজর ছিল নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও ইডেন হ্যাজার্ডের ওপর। এই তিন ফরওয়ার্ডই নিজ দলের জার্সিতে রাশিয়া বিশ্বকাপে মাতিয়েছেন। প্রথম দিকে বড় ট্রান্সফার ফির বিনিময়ে নেইমার ও এমবাপ্পেকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনতে চাইলেও মত পরিবর্তন করেছেন রিয়াল সভাপতি। তাদের পরিবর্তে গ্যারেথ বেল ও করিম বেনজেমার সঙ্গী হিসেবে হ্যাজার্ডের সঙ্গে চুক্তি করতে চলেছে রিয়াল। বেলজিয়াম উইঙ্গারের সঙ্গে এরই মধ্যে একটা মৌখিক চুক্তিও সেরে ফেলেছে লস ব্লাঙ্কোসরা। ফ্রান্সের এক সংবাদমাধ্যম জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমেই চেলসি ছেড়ে রিয়ালের জার্সিতে দেখা যাবে হ্যাজার্ডকে।

সদ্যবিদায়ী রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন হ্যাজার্ড। নেতৃত্ব কাঁধে নিয়ে ৩২ বছর দ্বিতীয়বার সেমিফাইনালে তুলেছেন বেলজিয়ামকে। আসরে ৬ ম্যাচে করেছেন ৩ গোল। সঙ্গে দুই অ্যাসিস্ট। তবে রেকর্ড ড্রিবলিংয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন এই ২৭ বছর বয়সী উইঙ্গার। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়সূচক গোলটিও এসেছে তার কাছ থেকে। ম্যাচটি জয়ের পর হ্যাজার্ড একটি অস্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন চেলসি ছাড়ার। সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘চেলসিতে চমৎকার ছয়টি বছর পার করার পর সময় হয়েছে নতুন ও ভিন্ন কিছু আবিষ্কার করার। নিশ্চিতভাবে এই বিশ্বকাপ শেষের পর আমি সিদ্ধান্ত নিতে পারি চেলসিতে আমি থাকব কি থাকব না কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটি নেবে চেলসি। তারা যদি আমাকে যেতে দেয় তবে আপনারা আমার গন্তব্য সম্পর্কে জানবেন।’

সম্ভবত এই কথাটির অপেক্ষায় ছিলেন পেরেজ। যেখানে নেইমার বা এমবাপ্পেকে নিতে হলে ৩০০ কোটি ইউরো ব্যয় করতে হতো, সেখানে হ্যাজার্ডকে তারা আরো কমে পাবে। আরএমসি স্পোর্টসের বরাতে জানা যায়, আগামী মৌসুমেই হ্যাজার্ডকে দলভুক্ত করতে উঠে পড়ে লেগেছে রিয়াল। হ্যাজার্ড নিজেও রিয়ালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে একটি মৌখিক চুক্তিতেও পৌঁছে গেছেন। শিগগিরই হয়তো লিখিত চুক্তিতে সই করবেন হ্যাজার্ড। তবে গত সপ্তাহে স্টামফোর্ড ব্রিজ হ্যাজার্ডের জন্য ২০০ মিলিয়ন পাউন্ডের দাবি করেছিল রিয়াল থেকে। দুই পক্ষ রাজি থাকলে আগামী মৌসুমে অলহোয়াইট জার্সিতে বেল ও বেনজেমার পাশে দেখা যাবে হ্যাজার্ডকে।

চেলসির সঙ্গে এখনো ২ বছরের চুক্তি আছে হ্যাজার্ডের। ২০১২ সালে ৮ বছরের চুক্তিতে ফরাসি ক্লাব লিলে থেকে স্টামফোর্ড ব্রিজে এসেছিলেন তিনি। এরই মধ্যে দল বদলের বাজারে তারই স্বদেশি ও ক্লাব সতীর্থ গোলরক্ষক থিবো কোর্তোয়ার সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস বিজয়ী কোর্তোয়া চার বছরের চুক্তিকে রিয়ালে যাচ্ছেন ৩১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist