ক্রীড়া ডেস্ক

  ০৭ জুন, ২০১৮

ড্যানির ভয় বর্ণবাদে

আর মাত্র সাত দিন। তারপরই শুরু হচ্ছে ২০তম ফুটবল বিশ্বকাপ। কিন্তু তার আগে অনেক দেশের খেলোয়াড়রা ভয় পাচ্ছেন বর্ণবাদকে। আসন্ন বিশ্বকাপে তাই খেলোয়াড়দের কেবল প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, লড়তে হবে বর্ণবাদের বিপক্ষেও।

কিন্তু রাশিয়া যাওয়ার আগেই বর্ণবাদে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ইংল্যান্ড ডিফেন্ডার ড্যানি রোজ। ২৭ বছর বয়সী এই টটেনহাম লেফ্ট-ব্যাক ভয় পাচ্ছেন পরিবার নিয়ে রাশিয়া যাওয়ার। রাশিয়ার রাস্তায় তার পরিবার বর্ণবাদের শিকার হতে পারেন বলে মনে করছেন তিনি।

ইভেনিং স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে রোজ বলেন, ‘আমি বর্ণবাদ নিয়ে আতঙ্কগ্রস্ত। ফুটবল কর্তৃপক্ষের ওপরও আমার কোনো বিশ্বাস নেই। যদি আমি বর্ণবাদী নির্যাতনের শিকার হই তবে কোনো ব্যবস্থায় নেয়া হবে না। কারণ পরিস্থিতি পাল্টায়নি। এটা হওয়া উচিত নয়। কিন্তু তা অনবরত হচ্ছে।’ অতীতেও রোজের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিজ্ঞতা আছে। ২০১২ সালে সার্বিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-২৩ বিশ্বকাপের ম্যাচে দর্শকের দ্বারা বর্ণবাদের শিকার হয়েছিলেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist