আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জুলাই, ২০১৭

সেশনসকে ফের একহাত ট্রাম্পের

অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের বিরুদ্ধে আবারো ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভোটে রুশ হস্তক্ষেপের তদন্ত থেকে সেশনস সরে দাঁডানোয় দিন পাঁচেক আগেই ট্রাম্প মন্তব্য করেছিলেন, ‘এমনটা জানলে ওকে নিয়োগই করতাম না।’

আর তাকে একহাত নিলেন হিলারি ক্লিন্টনের ই-মেইল তদন্তের ব্যাপারে। টুইটারে ট্রাম্প বলেন, ‘সাবেক বিদেশ সচিব হিলারির ই-মেইল তথা ডেমোক্রেটিক পার্টির সার্ভার দুর্নীতির তদন্তে এতদিন কিছুই করেননি সেশনস। এবার কি তাহলে সেশনসও বাতিলের খাতায় অ্যাটর্নি জেনারেল নিজ থেকে পদত্যাগের জল্পনা উড়িয়ে দিলেও প্রশ্নটা কিন্তু উঠছেই। বিশেষ করে দিন কয়েক আগেই যেহেতু হোয়াইট হাউসের মিডিয়া সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন শন স্পাইসার। তার ওপর আবার শোনা যাচ্ছে, সেশনসকে ছাঁটতে চেয়ে ট্রাম্প নিজেও নাকি তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক প্রস্ত বৈঠক সেরে ফেলেছেন। কিন্তু ট্রাম্প হঠাৎ হিলারি-তদন্ত নিয়ে পড়লেন কেন! সেশনস সরে দাঁড়ানোয় রুশ-মার্কিন তদন্তভার এখন সাবেক এফবিআইপ্রধান রবার্ট মুলারের হাতে। এ ক্ষেত্রে তদন্তের ফলাফল নিয়ে তাই ব্যাপক চাপে ট্রাম্প শিবির। প্রেসিডেন্ট ঠিক সেই কারণেই পুরনো কাসুন্দি ঘাঁটতে শুরু করেছেন বলে মত অনেকের। ই-মেইল দুর্নীতির তদন্তে অবশ্য এর আগে হিলারিকে কার্যত ক্লিনচিট-ই দিয়েছিলেন এফবিআইর ডিরেক্টর জেমস কোমি। সংবাদমাধ্যমের দাবি, সেই কারণেই পরে তাকে ছেঁটে ফেলেন প্রেসিডেন্ট।

আমেরিকার ভোটে মস্কোর হস্তক্ষেপের অভিযোগ গোড়া থেকেই খারিজ করে আসছেন প্রেসিডেন্ট। তবে আজ তিনি ফের পরোক্ষে হিলারি-শিবিরকে প্রচারে মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন ইউক্রেনের বিরুদ্ধে। তার দাবি, এ নিয়েও গড়িমসি করছেন সেশনস।

হোয়াইট হাউস সূত্রের খবর, সেশনসকে অ্যাটর্নি জেনারেল পদ থেকে সরানো হলে তার জায়গায় আসার কথা ডেপুটি এজি রড রোজেনস্টেইনের। কিন্তু তাতেও বিশেষ স্বস্তি আসবে কিনা, ধন্দে ট্রাম্প শিবির। সংবাদমাধ্যমের একাংশ প্রেসিডেন্টের একদা প্রিয় পাত্র রুডি গিলিয়ানিকেও পরবর্তী এজি হিসেবে ভাবছেন। গিলিয়ানি নিজে অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি এই দায়িত্ব নিতে তৈরি নন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist