আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ আগস্ট, ২০২০

বাইডেনের সঙ্গে প্রথম প্রচারণায় কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের সঙ্গে রানিং মেট কমলা হ্যারিস প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় শামিল হয়েছেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার রাজ্যে উয়িলমিংটন শহরে বাইডেনের বাড়ির কাছে একটি হাইস্কুলের জিমনেইজিয়ামে বক্তৃতা রেখে বাইডেনের সঙ্গে প্রচারণার মাঠে নামেন হ্যারিস। সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীর উদ্বোধনী প্রচারণা অনুষ্ঠান যেমন হয় করোনা মহামারির কারণে এ অনুষ্ঠানটি তার চেয়ে অনেক নিয়ন্ত্রিত ছিল। করোনাভাইরাস প্রতিরোধের প্রয়োজনে অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়নি বলে জানিয়েছেন ৭৭ বছর বয়সি বাইডেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই প্রার্থী মাস্ক পরে জিমনেইজিয়ামে উপস্থিত হন এবং রাষ্টীয় পতাকায় সজ্জিত মঞ্চে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান নেন। বিবিসি জানিয়েছে, জিমনেইজিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরা একদল সাংবাদিক উপস্থিত ছিলেন আর বাইরে দুই প্রার্থীকে একনজর দেখার জন্য ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে প্রায় ৭৫ জনের মতো লোক জড়ো হয়েছিলেন। নিজের বক্তৃতায় হ্যারিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং তার নতুন ভূমিকার ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ নারী ও এশিয়ান-আমেরিকানকে যুক্তরাষ্ট্রের একটি প্রধান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী করার জন্য তাকে বেছে নেওয়ার মাধ্যমে বারাক ওবামা আমলের সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্র যে সংকটজনক মুহূর্তের মুখোমুখি হচ্ছে তা শনাক্ত করেছেন বলে মন্তব্য করেন তিনি। ক্যালিফোর্নিয়ার মার্কিন সেনেটর হ্যারিস বলেন, প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের পাশে থেকে দায়িত্ব পালন করা একমাত্র ব্যক্তি হিসেবে সমতা ও ন্যায়বিচারের দিকে আমেরিকার যে যাত্রা সেই চলমান কাহিনিতে আজ তিনি (বাইডেন) তার স্থান গ্রহণ করেছেন এবং তার রানিং মেট হিসেবে প্রথম কৃষ্ণাঙ্গ নারীকে বেছে নিয়েছেন। গত বুধবার প্রকাশিত রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের জনমত জরিপে প্রতি ১০ জন ডেমোক্র্যাটের মধ্যে প্রায় ৯ জন বাইডেনের রানিং মেট হিসেবে হ্যারিসকে অনুমোদন করেছেন। বক্তৃতায় ২০১৫ সালে ক্যানসারে মারা যাওয়া বাইডেনের ছেলে বোওয়ের সঙ্গে তার বন্ধুত্বের কথাও উল্লেখ করেন হ্যারিস। তিনি বহুদিন ধরেই দেশ ও পরিবারের প্রতি বাইডেনের প্রতিশ্রুতির প্রশংসা করে আসছেন বলেও জানান। জাতিগত অস্থিরতা ও মহামারি মোকাবিলায় ট্রাম্পের ব্যর্থতা ও এর ফলাফল হিসেবে অর্থনীতিতে চাপ পড়ায় যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা সমাধানের করার জন্য বাইডেন প্রস্তুত আছেন বলে বর্ণনা করেছেন তিনি। হ্যারিস বলেন, যা কিছু নিয়ে আমাদের উদ্বেগ আছে- আমাদের অর্থনীতি, আমাদের স্বাস্থ্য, আমাদের সন্তান, যে দেশে আমরা বাস করি তার ধরন- সবকিছু গুরুতর ঝুঁকির মুখে আছে; আমেরিকার জন্য এটি বাস্তব পরিণতির একটি মুহূর্ত। আমেরিকা নেতৃত্বের জন্য চিৎকার করে কাঁদছে, যদিও আমাদের একজন প্রেসিডেন্ট আছেন যিনি তাকে যারা নির্বাচিত করেছে সেসব লোকদের থেকেও তার নিজের প্রতি বেশি মনোযোগী, একজন প্রেসিডেন্ট যিনি আমাদের মুখোমুখি হওয়া প্রতিটি সমস্যা সমাধান করার বদলে আরো কঠিন করে তুলছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close