আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জুলাই, ২০২০

উত্তর কোরিয়ায় ‘প্রথম করোনা রোগী’

উত্তর কোরিয়া তাদের দেশে প্রথমবারের মতো সন্দেহভাজন একজন কোভিড-১৯ রোগীকে শনাক্ত করার কথা জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, তিন বছর আগে পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া এক ব্যক্তি সম্প্রতি সীমান্তরেখা অতিক্রম করে দেশে ফিরে এসেছেন, ওই ব্যক্তির দেহেই করোনাভাইরাসের উপসর্গ মিলেছে। সন্দেহভাজন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পরপরই উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন বলে জানিয়েছে বিবিসি। দেশটির সীমান্তবর্তী শহর কায়েসংয়ে লকডাউনও জারি করা হয়েছে। কঠোর গোপনীয়তা রক্ষা করে চলা উত্তর কোরিয়া এতদিন তাদের দেশে কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি বলে জানালেও বিশেষজ্ঞরা এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিলেন।

কায়েসং শহরে সাংঘাতিক ঘটনা ঘটেছে; তিন বছর আগে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়া এক ব্যক্তি, গত ১৯ জুলাই অবৈধভাবে সীমান্তরেখা অতিক্রম করে দেশে ফিরে এসেছেন, যিনি প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে, বলেছে কেসিএনএ। গত শনিবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের পলিটব্যুরো বৈঠকে কিম ভাইরাস নিয়ন্ত্রণে ‘সর্বোচ্চ জরুরি ব্যবস্থা’ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছে তারা। পক্ষত্যাগী ব্যক্তি কী করে সুরক্ষিত সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় ঢুকেছে তার তদন্ত শুরু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close