আন্তর্জাতিক ডেস্ক

  ২১ মে, ২০২০

পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারালেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দল দেশটির পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। কয়েকজন এমপি ক্ষমতাসীন লা রিপাবলিক এন মার্চে দল ছেড়ে নতুন দল গঠন করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। দলত্যাগী এমপিরা জানিয়েছেন, তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সামাজিক অসমতা নিয়ে কাজ করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

দলের সাতজন এমপি নতুন দল গঠন করায় পার্লামেন্টে ম্যাক্রোঁর পার্টির আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮। ৫৭৭ আসনের ফরাসি পার্লামেন্টের নি¤œকক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে একটি কম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close