আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ এপ্রিল, ২০২০

কানাডার বিমানবন্দরে প্রত্যেক যাত্রীকে মুখ ঢেকে রাখতে হবে

কানাডার পরিবহন সংস্থা এক ঘোষণায় জানিয়েছে যে, ভ্রমণের সময় সব এয়ারলাইন্সের যাত্রীদের নন-মেডিকেল মাস্ক পরতে হবে অথবা মুখ ঢেকে রাখতে হবে। করোনার বিস্তার ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমানবন্দরে সব কার্যক্রম এবং ফ্লাইটের সময় যাত্রীদের অবশ্যই মুখ ঢেকে রাখতে বলা হয়েছে। নতুন ঘোষণায় বলা হয়েছে, ভ্রমণকারীদের অবশ্যই বোর্ডিং এবং ফ্লাইটের সময় নাক ও মুখ ঢেকে রাখতে হবে।

আগামী সোমবার থেকেই নতুন এই নীতি কার্যকর হবে। করোনার প্রকোপ ঠেকাতে শুরু থেকেই কঠোর ব্যবস্থা নিয়েছে কানাডা। দেশব্যাপী লকডাউন চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close