আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ অক্টোবর, ২০১৯

জাপানের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন হাগিবিস

ঘণ্টায় ২৫০ কিলোমিটারের বেশি বাতাসের গতিবেগ নিয়ে জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন হাগিবিস। গতকাল শনিবার রাতে ঘূর্ণিঝড়টি জাপানের মধ্যাঞ্চলের উপকূলীয় এলাকায় আঘাত হানে বলে জানান দেশটির আবহাওয়াবীদরা। প্রচ- ঝড়ো বাতাসের সঙ্গে এ সময় প্রায় ১০ মিটার উঁচু জলোচ্ছ্বাস উপকূল ভাসিয়ে নিতে পারে।

পূর্ব সতর্কতা হিসেবে এরই মধ্যে দেশের সব বিমান ও দ্রুতগামী বুলেট ট্রেনসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণকেও সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া উপকূলে বসবাস করা মানুষদের এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএইচকে। এদিকে, হাগিবিসের প্রভাবে গতকাল শনিবার ভোর থেকেই জাপানের মধ্যাঞ্চলে ঝড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টি হয়।

১৯৫৮ সালের পর হাগিবিসই জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন হবে বলে আশঙ্কা আবহাওয়া অধিদফতরের। সেবার ঝড়ে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close