আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ অক্টোবর, ২০১৯

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান কেভিন ম্যাকালিনান পদত্যাগ করেছেন। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়। নিয়োগের ছয় মাসের মাথায় ঠিক কী কারণে তিনি পদত্যাগ করলেন, তা পদত্যাগপত্রে উল্লেখ করেননি।

ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘ম্যাকালিনান তার পরিবারের সঙ্গে অধিক সময় কাটাতে চান।’ তবে তিনি ম্যাকালিনানের কোনো উত্তরসূরির নাম ঘোষণা করেননি। আগামী সপ্তাহে তার উত্তরসূরি নিয়োগ দেবেন বলেন জানান ট্রাম্প।

হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধানের পদে নিয়োগের

আগে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার ছিলেন কেভিন ম্যাকালিনান। ট্রাম্প ক্ষমতায় আসার পর এ পদে এ পর্যন্ত চার কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close