আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ অক্টোবর, ২০১৯

বাগদাদে টেলিভিশন স্টেশনে বন্দুকধারীদের হামলা

ইরাকের রাজধানী বাগদাদের বেশ কয়েকটি টেলিভিশন স্টেশনে হামলা চালিয়েছে মুখোশ পরিহিত বন্দুকধারীরা। গত শনিবার ওই হামলা চালানো হয়েছে বলে রাশিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এসব হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনো নিশ্চিত নয়।

বাগদাদে অবস্থিত সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন স্টেশনের তরফ থেকে জানানো হয়েছে যে, বেশ কয়েকজন মুখোশধারী বাগদাদে তাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। ওই চ্যানেলের এক সংবাদদাতা বলেন, বন্দুকধারীদের গুলিতে আমাদের বেশ কয়েকজন সহকর্মী আহত হয়েছেন।

তিনি আরো বলেন, বন্দুকধারীরা কালো পোশাক পরা ছিলেন। তারা চ্যানেলের ভেতরের বিভিন্ন জিনিসপত্র এবং মোবাইল ফোন ধ্বংস করেছে। হামলার সময় নিরাপত্তা চাওয়া হলে পুলিশ কোনো ধরনের সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ফেডারেল পুলিশের সদস্যরা হামলার সময় আমাদের কোনো ধরনের সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

তবে হামলার ঘটনা তদন্তে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কর্মকর্তারা আমাদের নিশ্চয়তা দিয়েছেন।

বাগদাদে অবস্থিত দিজলা, এনআরটি, আরাবিয়া হাদাথ, ফালুজা, আলগাদ আল আরাবি, আল শারকিয়া এবং স্কাই নিউজ আরাবিয়ার কার্যালয়েও হামলার খবর পাওয়া গেছে।

সাম্প্রতিক সময়ে ইরাকে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই এসব হামলার ঘটনা ঘটল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close