আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

যুক্তরাষ্ট্র-সৌদি সফরে যাচ্ছেন ইমরান খান

চলতি মাসেই সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর এ নিয়ে তৃতীয়বারের মতো মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতে সফরে যাচ্ছেন তিনি।

পাকিস্তানের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে সফরের আগে যুক্তরাষ্ট্রে সফর করবেন ইমরান খান। সেখানে আগামী ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাক প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম ভাষণ।

ইমরান খান এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার বক্তব্যে কাশ্মীর ইস্যুকে গুরুত্ব দেবেন। গত ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়। তারপর থেকে কাশ্মীর নিয়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close