আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ আগস্ট, ২০১৯

পদ ছাড়লেন এইচএসবিসির সিইও

কঠিন বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজনের কথা এইচএসবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ বলার পর ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। প্রায় দেড় বছর ধরে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংকটির প্রধানের পদটি জন ফ্লিঞ্চ ‘পরিচালনা পর্ষদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই’ ছেড়ে দিচ্ছেন বলে বিবিসি জানিয়েছে।

এইচএসবিসির দৈনন্দিন দায়িত্ব তিনি শিগগিরই ছেড়ে দিলেও অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে নোয়েল কুইনের দায়িত্ব নেওয়াকে সামনে রেখে হস্তান্তর প্রক্রিয়ায় সহায়তা করবেন।

‘প্রতিশ্রুতিশীল’ ও ‘নিবেদিতপ্রাণ’ হিসেবে ফ্লিঞ্চের প্রশংসা করলেও ব্যাংকটির চেয়ারম্যান মার্ক টাকার

বলেছেন, বর্তমানের চ্যালেঞ্জ মোকাবিলা ও সামনের গুরুত্বপূর্ণ সুযোগগুলো কাজে লাগাতে নেতৃত্বের পরিবর্তন জরুরি বলে মনে করে পরিচালনা পর্ষদ। ৩০ জুন পর্যন্ত ছয় মাসে এইএচবিসির করপূর্ব আয় ১৫ দশমিক ৮ শতাংশ বেড়ে ১২ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close