আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ এপ্রিল, ২০১৮

রেজা শাহ পাহলভির মমি

ইরানের রাজধানীর কাছে নির্মাণ কর্মীরা একটি মমি খুঁজে পেয়েছেন। এটি ইরানের রাজ সিংহাসনের শেষ শাহ বা রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভির বলেই ধারণা প্রকাশ করেছে তার পরিবার। ইরানে ইসলামিক বিপ্লবের মধ্য দিয়ে শাহ রাজবংশের পতনের প্রায় চার দশক পর এ মমির সন্ধান মিলল।

সোমবার রাজধানী তেহরানের দক্ষিণে শাহর-ই রে নামক পবিত্র স্থানে নির্মাণকাজ চলার সময় মমিটি খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। অনলাইনে শেয়ার হওয়া মমিটির ছবি এবং সংবাদ প্রতিবেদন থেকে এটি শাহ রেজা পাহলভির দেহ বলেই জল্পনা সৃষ্টি হয়েছে। শাহ রেজা পাহলভির সমাধিও শাহর-ই রে এলাকাতেই। ১৯৭৯ সালের বিপ্লবের পর ইসলামী বিপ্লবীরা সমাধিটি ধ্বংস করে। কিন্তু পাহলভির দেহাবশেষের কোনো সন্ধান কখনো পাওয়া যায়নি। সোমবার মমিটির সন্ধান মেলার পর পাহলভির নাতি যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা রেজা পাহলভি এক টুইটে বলেছেন, তার ধারণা মমিটি তার পিতামহেরই। যদিও দেহাবশেষটি কার তা নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক রিপোর্ট এখনো তার হাতে পৌঁছেনি।

টুইটারে এক বিবৃতিতে রেজা পাহলভি দেহাবশেষটি ইরানে যথাযথভাবে সমাহিত করার ব্যবস্থা করতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। এতে তিনি বলেন, ‘আধুনিক ইরানের জনক হিসেবে নয়, কিংবা রাজা হিসেবেও নয় বরং কেবলমাত্র একজন সাধারণ সেনা এবং দেশ ও জনগণের সেবক হিসেবে রেজা শাহ এর সমাধি ইরানিদের পরিচিত কোনো স্থানে চিহ্নিত করে রাখতে হবে।’ পাহলভির পরিবার রেজা শাহের দেহাবশেষ সরিয়ে নিয়েছিল বলে যে খবর শোনা যায় তাও নাকচ করেছেন রেজা পাহলভি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist