আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ ফেব্রুয়ারি, ২০১৮

দশ বছর পর বাড়ি ফিরল পোষা কুকুর

১০ বছর আগে হারিয়ে যায় এবেই। সম্প্রতি একেবারে সোজা বাড়ি এসে হাজির। এবেই একটি কুকুরের নাম। তার মালিক সুইয়ারভেল্ড বিশ্বাসই করতে পারছেন না এবেইর এই প্রত্যাবর্তন! এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াতে। এনডিটিভি জানিয়েছে, প্রিয় কুকুর পেয়ে আনন্দে আত্মহারা সুইয়ারভেল্ড। ‘আমি বুঝতে পারছিলাম না, আমি কী বলব। আমি শুধু বলছিলাম, কী সৌভাগ্য আমার’Ñএভাবেই প্রতিক্রিয়া জানান কুকুরটির মালিক। সুইয়ারভেল্ড বলেন, ‘আমরা ভেবেছিলাম ও মারা গেছে। আমার মনে হচ্ছে, যেন আমার সন্তান ফিরে এসেছে, যেন আমার সন্তানদের ছেলেবেলা ফিরে এলো, পরিবারের একটা অংশ ফিরে এলো। এটা একটা অসাধারণ অনুভূতি।’

এবেইকে শেষবার দেখা গিয়েছিল, বাড়ির কাছেই একটা জায়গায়। কুকুরটির তার বাচ্চাদের নিয়ে খেলছিল। এরপর আর বাড়ি ফেরেনি এবেই। ১০ বছর পর এবেই ঠিক একই জায়গায় ফিরে আসে। তখন পুলিশ এবং প্রাণীরক্ষাকারী কর্মীদের ডাকা হয়। মালিক সুইয়ারভেল্ড এই আনন্দে বড় অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। পরিবার ও প্রতিবেশীরাও বেশ খুশি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন এবেইকে।

একজন নিজের ইনস্টাগ্রামে এবেইয়ের ছবি দিয়ে লিখেছেন, ‘অসাধারণ, এবেইয়ের জন্য শুভ কামনা।’

আরেকজন বলেছেন, ‘এটা অসাধারণ একটা গল্প। এবেই এই ১০ বছর নিশ্চয়ই কারো ভালোবাসায়, যতেœ ছিল। তার স্বাস্থ্য দেখে তাই মনে হয়। একটু কঠিন হলেও যারা ওকে যতেœ রেখেছিল তাদের বোধহয় খুঁজে বের করার চেষ্টা করা উচিত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist