আন্তর্জাতিক ডেস্ক

  ১২ জানুয়ারি, ২০১৮

মার্কিন রিপাবলিকানদের অভিবাসন বিল উত্থাপন

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় আইনপ্রণেতারা গত বুধবার একটি অভিবাসন বিল উত্থাপন করেছেন। এতে সীমান্তে নিরাপত্তাব্যবস্থা আরো কড়াকড়ি করার কথা বলা হয়েছে। এ ছাড়াও এতে চেইন ইমিগ্রেশন বন্ধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত দেয়ালের অর্থায়নেরও প্রস্তাব রাখা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। প্রতি বছর লাখ লাখ লোক অবৈধভাবে উন্নত জীবন লাভের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়। এদের ঠেকাতেই ট্রাম্প সীমান্তে প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেন। এদিকে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যেকোনো সমাধানের সঙ্গে দেয়াল নির্মাণের বিষয়টিকে যুক্ত রাখতে হবে।

কারণ দেয়াল নির্মাণ ছাড়া কোনো সমাধানই কাজে আসবে না। আমাদের নিরাপত্তার জন্যে এই দেয়াল নির্মাণ করতে হবে। আর দেয়াল নির্মাণের জন্য অর্থ লাগবে।

উল্লেখ্য, ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অঙ্গীকার করেন। এক মাত্র কয়েক মিনিট পরই বিলটি উপস্থাপন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist