reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুন, ২০১৯

এক স্লিপ

বিচিত্র নয়

ঘটনা বিচিত্র বা নতুন তা কিন্তু নয়। এর আগেও ঘটেছে। ঘটবে সামনেও। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। শুধু বিশ্বকাপেই নয়; রোজার মাসে সাধারণভাবে তিনি মাঠে নামছেন রোজা রেখেই। বিশ্বকাপের ম্যাচেও তার ব্যত্যয় ঘটেনি। এর আগে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি রোজা পালন করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই সুশৃঙ্খল জীবন-যাপন করা আমলা দক্ষিণ আফ্রিকার অন্যতম টপঅর্ডার এই ব্যাটসম্যান। বিশ্বকাপ আসরে রোজা রাখা সম্পর্কে আমলা বলেছেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমাকে রোজা রাখাটা সাহায্য করছে। কোনো সমস্যাই হচ্ছে না আমার। দেখুন রমজান মাসের অপেক্ষায় থাকি আমি। আমার দৃষ্টিতে এটি বছরের সেরা মাস। আর রোজা রাখাটা ভালো একটা মানসিক ব্যায়াম। এটি একইসঙ্গে আত্মার শান্তি এনে দেয়।

গড়াপেটা

অ্যাটলেটিকো কলকাতার (এটিকে) হয়ে দুইবার আইএসএল জিতেছেন তিনি। নাম তার বোরহা ফার্নান্ডেজ। অথচ সেই বোরহাই ঘটিয়েছেন ন্যক্কারজনক ঘটনা। জড়িয়েছেন ম্যাচ গড়পেটার সঙ্গে। জয়-পরাজয়ে কারসাজি করেছেন অধিনায়ক বোরহা। গত মঙ্গলবার তাকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। লা লিগায় বেটিংয়ের তদন্তে ‘ফিক্সিং র‌্যাকেট’-এর খোঁজ পেয়েছে স্প্যানিশ পুলিশ। যাতে নাম উঠে এসেছে বোরহা ফার্নান্ডেজের। অভিযোগ, ভ্যালেন্সিয়ার কাছে ভায়াদোলিদের হার নিশ্চিত করার জন্য বিপুল অর্থ নিয়েছেন বোরহা। ঘটনার সঙ্গে জড়িত বোরহাসহ রাউল ব্রাভো, ইনিগো লোপেজ, কার্লোস আরান্ডা এবং স্যামুয়েল সেইজ। পুলিশ আটকে করেছে তাদেরও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close