ডা. মো. ফারুক হোসেন

  ১৯ নভেম্বর, ২০১৭

হেপাটাইটিস-সি ও মুখের রোগ

এ কথা সবার জানা যে, হেপাটাইটিস ‘সি’ ভাইরাস একটি প্রাণঘাতী ভাইরাস। ক্রনিক লিভার রোগের জন্য হেপাটাইটিস ‘সি’ ভাইরাস দায়ী। হেপাটাইটিস ‘সি’ ভাইরাস একটি আরএনএ ভাইরাস। হেপাটাইটিস ‘সি’ ভাইরাস হেপাটাইটিস এবং কিছু ক্যানসারের জন্য দায়ী। ক্যানসারের মধ্যে লিভার ক্যানসার এবং লিম্ফোমা অন্যতম। হেপাটাইটিস ‘সি’ একটি সংক্রামক ব্যাধি-যা হেপাটাইটিস ‘সি’ ভাইরাস দ্বারা হয়ে থাকে, যা প্রাথমিকভাবে লিভারকে আক্রান্ত করে থাকে। হেপাটাইটিস ‘সি’ ভাইরাস সংক্রমিত ব্যক্তির রক্তের মাধ্যমে বিস্তার লাভ করে। মাঝে মাঝে দেখা যায়, মুখের লাইকেন প্ল্যানাসের সঙ্গে হেপাটাইটিস ‘সি’ ভাইরাসের যোগসূত্র রয়েছে। যেহেতু বায়োপসি ছাড়া মুখের অভ্যন্তরে আলসার (মুখের লাইকেন প্ল্যানাস) নিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব নয়, তাই বায়োপসি করার আগে অবশ্যই একবার হলেও দেখে নেওয়া উচিত রোগীর শরীরে হেপাটাইটিস ‘সি’ ভাইরাসের উপস্থিতি রয়েছে কি না? হেপাটাইটিস ‘সি’ ভাইরাসের সংক্রমিত রোগীদের শতকরা ৪৫ ভাগ রোগী হেপাটাইটিস ‘জি’ ভাইরাসে সংক্রমিত হয়ে থাকে। হেপাটাইটিস ‘সি’ ভাইরাস মানুষের লালাতে পাওয়া যায়। হেপাটাইটিস ‘সি’ ভাইরাস পজেটিভ ব্যক্তিদের কামড়ের পর সংক্রমণ ঘটতে পারে। হেপাটাইটিস ‘সি’ ভাইরাসযুক্ত সুই বা সূক্ষ্ম যন্ত্রপাতির আঘাত বা খোঁচা লাগার পর শতকরা ১০ ভাগ ক্ষেত্রে হেপাটাইটিস ‘সি’ ভাইরাস সংক্রমিত হয়েছে। যেহেতু লালাতে হেপাটাইটিস ‘সি’ ভাইরাস বিদ্যমান, তাই ডেন্টাল সার্জনদের শিশুদের জোর করে ইনজেকশন দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। কারণ শিশু ইনজেকশনের ভয়ে এদিক-ওদিক নড়াচড়া এবং হাত-পা ছোড়াছুড়ি করার কারণে ইনজেকশন দেওয়ার সময় ডাক্তারের নিজের হাতে সুইয়ের খোঁচা লাগতে পারে। ইরোসিভ ধরনের লাইকেন প্ল্যানাস অথবা মুখের অভ্যন্তরে যেসব আলসার স্পর্শ করা মাত্র রক্তপাত হয়, সেসব আলসার বা মুখের ঘা পরীক্ষা করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। যিনি পরীক্ষা করবেন তার হাতে যদি কোনো ক্ষত থাকে আর মুখের আলসার পরীক্ষা করার সময় যদি রক্তের সংস্পর্শে আসে তাহলে তার ফল ঝুঁকিপূর্ণ হতে পারে, যদি রোগী হেপাটাইটিস ‘সি’ ভাইরাস পজেটিভ হয়ে থাকে। তাই হ্যান্ডগ্লোভস পরিধান করা ছাড়া রোগী দেখা উচিত নয়। মুখের আলসার রোগীদের একটি কথা মনে রাখতে হবে যে, আপনার লাইকেন প্ল্যানাস রোগটি যদি হেপাটাইটিস ‘সি’ ভাইরাস সম্পৃক্ত হয়ে থাকে, তাহলে ভাইরাসের চিকিৎসা অবশ্যই করাতে হবে। এ ছাড়া পারস্পরিক চুমু খাওয়ার ক্ষেত্রে রক্তপাতের সম্ভাবনা থাকলে সাবধানতা অবলম্বন করতে হবে।

মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist