কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

‘মুচি জসিমের’ গুলিবিদ্ধ লাশ রাস্তার পাশে

গাজীপুরের চন্দ্রার সেই জসিম উদ্দিন ইকবাল ওরফে মুচি জসিমের (৪০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে কাপাসিয়ার ভুলেশ্বর নেতাটেক এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে বিদেশি পিস্তলও উদ্ধার করে পুলিশ। নিহত জসিম উদ্দিন ইকবাল ওরফে মুচি জসিম কালিয়াকৈর উপজেলার বাসিন্দা ও ১৬টি মামলার আসামি। তার বিরুদ্ধে বনবিভাগের ৩০০ বিঘা জমি দখলের অভিযোগ ছিল। তিনি এলাকায় নানা অপকর্ম করতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর ছিদ্দিক বলেন, ভুলেশ^র এলাকায় ডাকাত পড়েছে এমন খবর আসে। ওই খবর শুনে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে একটি লাশ ও তার সঙ্গে থাকা পিস্তল উদ্ধার করা হয়। লাশটির মাথা ও বুকে গুলির চিহ্ন ছিল। পরে জানা যায় লাশটি মুচি জসিমের। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও অস্ত্র মামলা করেছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈরের জোড়া পাম্প এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে গাজীপুর জেলা ডিবি পুলিশের ওসি মো. আমির হোসেন জসিম উদ্দিনকে গ্রেফতারের কথা অস্বীকার করেন। তিনি বলেন, বৃহস্পতিবার ডিবি পুলিশের কোনো টিম কালিয়াকৈরে অভিযান চালায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close