চাকরি ডেস্ক

  ২৫ জানুয়ারি, ২০১৯

বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি

বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ

* সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : এস্টিমেটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ৮টি। সিভিল/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ও ৩ বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

পদ ও যোগ্যতা : স্টোর অফিসার, ১টি। স্নাতকোত্তর বা সমমানসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা।

বেতনক্রম : ১৬০০০-৩৮১৪০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি।

যোগাযোগ : উপপরিচালক, প্রশাসন, সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সেতু ভবন, বনানী, ঢাকা-১২১২। ওয়েব : w.bba.gov.bd

সূত্র : অবজারভার, ২ জানুয়ারি

* জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১টি। এইচএসসি বা সমমান। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় গতি ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। কম্পিউটার অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

বেতন : ১৭০৪৫ টাকা।

আবেদনের শেষ তারিখ : ৩০ জানুয়ারি।

যোগাযোগ : প্রকল্প পরিচালক, প্রকল্প বাস্তবায়ন ইউনিট, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ৮৯/২, কাকরাইল, ঢাকা।

ওয়েব : www.bmet.gov.bd

সূত্র : নিউ এজ, ৩ জানুয়ারি

* খুলনা শিপইয়ার্ড

পদ ও যোগ্যতা : প্রজেক্ট ম্যানেজার ১টি। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার, দেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা। সহকারী প্রজেক্ট ম্যানেজার, ২টি। অবসরপ্রাপ্ত নৌ/সেনা/বিমানবাহিনীর জেসিও। দেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা।

বেতন : আলোচনাসাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ : ৭ ফেব্রুয়ারি।

যোগাযোগ : ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১ জানুয়ারি

* মৎস্য উন্নয়ন করপোরেশন

পদ ও যোগ্যতা : ম্যানেজার (মৎস্য অবতরণ ও বাজারজাতকরণ প্রকল্প), ১টি। অর্থনীতি, বাণিজ্য, পরিসংখ্যান বা মাৎস্যবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর বা সমমান। অর্থ বিশ্লেষক, ১টি। অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর। জনসংযোগ অফিসার, ১টি। সাংবাদিকতা, লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর। একান্ত সচিব, ১টি। স্নাতকসহ সরকারি বা সংবিধিবদ্ধ সংস্থায় প্রটোকল বা জনসংযোগ কাজে ৩ বছরের অভিজ্ঞতা। সহকারী পরিকল্পনা অফিসার, ১টি। অর্থনীতি, বাণিজ্য, পরিসংখ্যান বা মত্স্যবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর। ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট, ১টি। রসায়ন, বাণিজ্য, পরিসংখ্যান বা মাৎস্যবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর। প্রকৌশলী, মেকানিক্যাল/রক্ষণাবেক্ষণ/ইলেকট্রিক্যাল/রেফ্রিজারেশন, ৫টি। বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : রপ্তানি অফিসার, ১টি। স্নাতক। নিরাপত্তা অফিসার, ১টি। বাংলাদেশ সেনা/নৌ/বিমানবাহিনীর নায়েক/সুবেদার/সমমানের সাবেক সদস্য। অডিটর, ১টি। বাণিজ্যে স্নাতক।

বেতন : ১২৫০০-৩০২৩০ টাকা।

পদ ও যোগ্যতা : ক্যাশিয়ার, ৩টি। সহকারী হিসাবরক্ষক, ৫টি। বাণিজ্যে স্নাতক। অভিজ্ঞদের অগ্রাধিকার।

বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৭ ফেব্রুয়ারি।

যোগাযোগ : সচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বিএফডিসি ভবন, ২৩-২৪, কাওরান বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫।

ওয়েব : www.bfdc.gov.bd

সূত্র : যুগান্তর, ১০ জানুয়ারি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close