বিনোদন প্রতিবেদক

  ১৯ অক্টোবর, ২০১৭

পাটপণ্য নিয়ে বিশ্বমঞ্চে জেসিয়া

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট ওঠে জেসিয়া ইসলামের মাথায়। আজ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে চীন যাচ্ছেন তিনি। চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন জেসিয়া। এ উপলক্ষে গত মঙ্গলবার ১৭ অক্টোবর বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক কমিটি।

এতে জানানো হয়, বিশ্ব মঞ্চে বাংলাদেশি প্রতিযোগীর মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালি আঁশখ্যাত পাটের তৈরি বিভিন্ন পণ্য তুলে ধরা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে জুতা থেকে শুরু করে সালোয়ার-কামিজ, পাটের জামদানি শাড়ি, পাটের ওপর মুদ্রিত জাতির পিতার ছবিসহ অসংখ্য গিফট আইটেম। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি বাংলাদেশি মিস ওয়ার্ল্ড জেসিয়ার হাতে পাটের ঐতিহ্যের নানা পণ্য তুলে দেন। এ সময় অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, প্রথমবারের আয়োজনে টুকটাক ভুলভ্রান্তি ছিল। এরপর গোটা আয়োজন শেষ করতে পেরে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মেলনে প্রতিযোগিতার সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্টের কর্মকর্তারা। এ ছাড়া উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর লাভেলো, ক্রাউন স্পন্সর আমিন জুয়েলার্স, সজীব গ্রুপ, ভিশন, রংধনু গ্রুপসহ অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের দেওয়া তথ্য অনুযায়ী, এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে প্রায় ২৫ হাজার আগ্রহী নাম নিবন্ধন করেন। তাদের মধ্য থেকে কয়েকটি ধাপে বাছাই করা হয়েছে সেরা ১০ জনকে। এই ১০ জন হলেন রুকাইয়া জাহান, জান্নাতুল নাঈম, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা দত্ত, ফারহানা জামান, জান্নাতুল সুমাইয়া ও জেসিয়া ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist