বিনোদন প্রতিবেদক

  ২০ আগস্ট, ২০১৭

শিল্পকলা একাডেমিতে ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’

২১ আগস্ট ইতিহাসের একটি কলঙ্কময় দিন। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউর জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে যে নৃশংস গ্রেনেড হামলা হয়েছিল সে হামলার বিভিন্ন দিক যথাক্রমে-মানুষের ছোটাছুটি, পদদলিত মরদেহ, গ্রেনেডের ধোঁয়ায় আচ্ছন্ন গাড়ি, রক্তের ছাপ, হাসপাতালগুলোয় আহত ও নিহতদের জায়গা নেই-এসব তথ্য তুলে ধরা হবে ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’ শীর্ষক স্থাপনা শিল্প প্রদর্শনীতে। ২১ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১০ হাজার বর্গফুট জায়গা জুড়ে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

কিউরেটর শিল্পী অভিজিৎ চৌধুরী ও একঝাঁক তরুণ শিল্পীর অংশগ্রহণে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত হচ্ছে ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’ শীর্ষক স্থাপনা শিল্প প্রদর্শনী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist