বিনোদন প্রতিবেদক

  ২০ জুন, ২০১৭

মেহজাবিনের কেনাকাটা

বাংলাদেশে তারকারা কিভাবে কাটান উৎসবের দিন? তারা কী পরেন, কী করেন? শৈশবে কী করতেন জানিয়েছেন মডেল ও অভিনয়শিল্পী মেহজাবিন চৌধুরী। এই তারকা বিনোদনজগতে আসেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে। এরপর বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। মেহজাবিনের পৈতৃক নিবাস চট্টগ্রামে হলেও ছোটবেলায় ছিলেন আরব আমিরাতে। বেশিরভাগ সময় কাটত বাসায়। জীবন ছিল অনেক নিয়ন্ত্রিত। যখন দ্বিতীয় শ্রেণিতে পড়েন, সেই সময়ের ঈদের কথা মনে আছে মেহজাবিনের।

শৈশবের ঈদের স্মৃতি নিয়ে তিনি বলেন, ‘তখন বাবা-মা ঈদের জামা কিনে দিতেন। এখন বছরজুড়ে প্রচুর কেনাকাটা আর উপহার পেলেও তখন কিন্তু ঈদের জামা মানে ঈদের দিনের জন্য বিশেষ পোশাক একটিই কেনা হতো। ঈদের দিনগুলোতে বেশি ঘোরাঘুরি করতে মানা ছিল। বন্ধু-বান্ধবদের বাসায় নিয়ে আসতে বলা হতো। তবে এখনকার ঈদ বেশি উপভোগ করা হয়। কারণ অনেক স্বাধীনতা পাওয়া যায়। ইচ্ছেমতো পোশাক কেনা, বেড়ানো সব কিছুতে নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়া যায়। চাঁদরাতে কেনাকাটা, ঘোরাঘুরি নিয়েও পরিকল্পনা থাকে।’ ঈদের কোনো মজার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ‘একবার ঈদের দিন অনেক ঘুরে দুপুরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। সেই ঈদের পরনে ছিল সালোয়ার-কামিজ। ঘুম থেকে উঠে দেখি এত শখের জামাটি কুঁচকে গেছে। আমার জীবনের প্রথম সালোয়ার-কামিজ। খুব মায়া ছিল সেই পোশাকটি নিয়ে। তাই কাউকে না জানিয়ে ইস্ত্রি দিয়ে কাপড়টি ঠিক করতে গিয়ে দেখলাম সালোয়ার-কামিজটি ইস্ত্রির আকার হয়ে গোল হয়ে গেছে। এই দৃশ্য দেখে অবাক হয়ে অনেক কান্না করেছিলাম। কারণ জীবনে এই প্রথম ঈদের জামাটি ঈদের দিনই নষ্ট হয়ে গিয়েছিল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist