বিনোদন ডেস্ক

  ২৯ মার্চ, ২০১৭

লতার বাসায় রুনা ও আঁখি

ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকরের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লার সম্পর্কটা অনেক দিনের। ভারতে গেলেই তিনি লতা মুঙ্গেশকরের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। এবারও মাত্র এক বছরের ব্যবধানে আবার গেলেন মুম্বাইয়ের পেডার রোডে লতার বাড়ি প্রভুকুঞ্জে। সোমবার সন্ধ্যায় লতার সঙ্গে দেখা করেছেন রুনা লায়লা। তবে এবার রুনা লায়লার সঙ্গে ছিলেন আরেক শিল্পী আঁখি আলমগীর।

প্রভুকুঞ্জে বসার ঘরে ঢুকেই লতার পা ছুঁয়ে আশীর্বাদ নেন রুনা। তখন তাকে জড়িয়ে ধরেন লতা। আড্ডা শেষে রুনাকে একটি শাড়ি, নিজের আত্মজীবনীসহ নিজের গানের সিডি উপহার দেন। আর তাকে একটি জামদানি শাড়ি উপহার দেন রুনা। তারা একসঙ্গে বেশকিছু ছবিও তুলেছেন।

রুনা ও আঁখি, সঙ্গে ভাগ্নী রচনাসহ লতা মুঙ্গেশকরের বাসায় যাওয়া প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘তিনি একজন জীবন্ত কিংবদন্তি। তার সঙ্গে দেখা করতে পারা আমার কাছে বরাবরই অনেক সম্মানের ব্যাপার। এবার তার বাসায় আড়াই ঘণ্টা ছিলাম। ২৭ মার্চ বিকেল সাড়ে ৫টায় গিয়ে বেরিয়েছি রাত ৮টায়।’

লতার সামনে যাওয়ার স্বপ্নটা সত্যি হওয়ায় রুনাকে ধন্যবাদ জানিয়েছেন আঁখি আলমগীর। লতার সঙ্গে সাক্ষাতের জন্যই অস্ট্রেলিয়ায় গাইতে যাওয়ার সুযোগ পেয়েও তা ফিরিয়ে দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোমবার রাতে আঁখি লিখেছেন, অবশেষে দেবীর সঙ্গে দেখা হলো। এক ও অদ্বিতীয় লতা মুঙ্গেশকরকে ছুঁয়ে দেখলাম। তার সঙ্গে আড্ডা দিলাম, আশীর্বাদ নিলাম। হাসিখুশি সময় কেটেছে। আনন্দে চোখে জলও এসেছে। এখনো একটা ঘোরের মধ্যে আছি।

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের আয়োজনে ২৬ মার্চ এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন রুনা লায়লা। তার সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist