বিনোদন প্রতিবেদক

  ১৯ জানুয়ারি, ২০১৭

খাদিজার পাশে পলাশ, সুমন

পার্বতীপুরের নিভৃত পল্লীর মেয়ে খাদিজা। দিনাজপুর জেলার মেধাবী এই মেয়ে এসএসসিতে জিপিএ-৫ এবং এইচএসসিতে পেয়েছিল জিপিএ-৪.৯০। কিন্তু ভালো ফলাফল করা মেয়েটি ভালো নেই। পিতৃহীন খাদিজা দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিছানায়। কেননা, দুটি কিডনিই তার নষ্ট। চিকিৎসার জন্য দরকার অনেক টাকা। কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হবে। ভাই দেবে কিডনি। সবই ম্যাচ করেছে। কিন্তু ট্রান্সপ্ল্যান্টের জন্য বিপুল পরিমাণ অর্থ আসবে কোত্থেকে?

বাংলাদেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী কিশোর পলাশ ও এফএ সুমন। দুজনই ঢাকার চেয়ে ঢাকার বাইরে তুলনামূলক বেশি জনপ্রিয়। এই দুজনই দাঁড়াচ্ছেন খাদিজার পাশে। খাদিজাকে বাঁচাতে তারা কনসার্টে অংশ নেবেন। এর জন্য কোনো পারিশ্রমিক কিংবা সম্মানী নেবেন না।

কিশোর পলাশ গণমাধ্যমকে বলেন, ‘মানবিকতার জায়গাটা অন্য রকম। একটা মানুষকে বাঁচাতে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করে থাকি। খাদিজা মেয়েটি হাসপাতালের বিছানায় দেখেই মায়া লেগেছে। পার্বতীপুরের স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা কামাল সরকার আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি বলেছি, আমি পাশে দাঁড়াব।’

পলাশ আরো বলেন, ‘কনসার্ট থেকে সংগৃহীত অর্থ ব্যয় হবে খাদিজার চিকিৎসার পেছনে। আমার সঙ্গে এফএ সুমন ভাই কনসার্টে অংশ নেবেন। স্থানীয় স্টেডিয়ামে আগামী ১০ ফেব্রুয়ারি ওই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা মানুষের ভালোবাসা নিয়ে কাজ করে যেতে চাই।’

উল্লেখ্য, দরিদ্র পরিবারের সন্তান খাদিজার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে। সে খোলাহাটি ডিগ্রি কলেজে পড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist