বিনোদন প্রতিবেদক

  ০৭ এপ্রিল, ২০২০

পিরোজপুরের অসহায়দের পাশে জায়েদ খান

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস-আদালত, গণপরিবহন সবই বন্ধ। ঘর থেকে বের হওয়াও বারণ। ফলে দুর্বিপাকে পড়েছে অসচ্ছল ও অসহায় মানুষ। তাদের সাহায্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি এগিয়ে আসছেন বিনোদন জগতের তারকারাও। তাদেরই একজন চিত্রনায়ক জায়েদ খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুবারের এই সাধারণ সম্পাদক এরই মধ্যে তার সমিতির মাধ্যমে অসহায় শিল্পী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ নানা নিত্যপণ্য দিযেছেন। এবার নিজের মানবসেবামূলক সংগঠন ‘সাপোর্ট’-এর মাধ্যমে দাঁড়ালেন নিজ জেলা পিরোজপুরের অসচ্ছল মানুষদের পাশে। সাপোর্ট নামের ওই সংগঠনটির উদ্যোগে গতকাল সকালে প্রথম দফায় শতাধিক পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন জায়েদ খান। দ্বিতীয় দফায় বিকালেও শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান সাপোর্ট সংগঠনের অন্যতম এই নেতা। লকডাউন চলায় অভিনেতা নিজে অবশ্য পিরোজপুরে যেতে পারেননি। তার পক্ষে সংগঠনের অন্য কর্মীরা এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close