বিনোদন প্রতিবেদক

  ১৪ ডিসেম্বর, ২০১৯

আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে শোক র‌্যালি

গত বছরের ১৪ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা-গীতিকবি ও লেখক আমজাদ হোসেন। বছর ঘুরে চলে এলো গুণী এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রথম মৃত্যুবার্ষিকী। আজ আমজাদ হোসেনের প্রথম মৃত্যুদিবসে তাকে স্মরণ করে জামালপুরে এক শোক র‌্যালির আয়োজন করা হয়েছে। তার নিজ জন্মস্থান জামালপুরের উদীচী, খেলাঘরসহ ৭০টি সংগঠনের অংশগ্রহণে এ শোক র‌্যালি সকাল ১০টায় কামালতলা মোড় থেকে শুরু হয়ে আমজাদ হোসেন শায়িত পৌর কবরস্থানে গিয়ে শেষ হবে।

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানাবেন সংগঠনের নেতারা। জামালপুরের জেলা প্রশাসক ও আশেক মাহমুদ কলেজের প্রিন্সিপালের নেতৃত্বে আয়োজিত এ শোক র‌্যালিতে অংশ নেবেন আমজাদ হোসেনের সন্তানরাও। দিনব্যাপী কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এসব সংগঠনের পক্ষ থেকে। এ ছাড়াও আমজাদ হোসেনের দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আমজাদ হোসেন স্মরণসভা, দিনব্যাপী মিলাদ মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close